ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৪
বাংলা : ১৪ আশ্বিন ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সাভারে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

সাভারে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

0
115

ডিসিনিউজ ।। সাভার

সাভারে অনুষ্ঠিত হলো দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা’র (ঢাকা ক্রেডিট) আঞ্চলিক শিক্ষা সেমিনার।

১২ জুলাই, সকাল ১০টায় ঢাকা ক্রেডিটের সাভার শাখা ক্যাম্পাসের নির্মল রোজারিও কমপ্লেক্সের প্রদীপ স্ট্যানলী গমেজ কমিউনিটি সেন্টারে সমিতির কর্মএলকা সাভারের সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ এই শিক্ষা সেমিনারে অংশ নেন।

শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত অমল ডি’ক্রুশ, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা প্রভাত ডি’রোজারিও, সাভার ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট তপন টি. রোজারিও, সাভার সেবাকেন্দ্র আঞ্চলিক শিক্ষা উপ-কমিটির আহŸায়ক জ্যোতি গমেজ, শেখর পিউরীফিকেশন, রিনা গমেজ, প্রমিলা গমেজ, প্রসনজিৎ কোড়াইয়া, রিপ্লী ডেনিস ক্রুশসহ, ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিন বক্তারা বলেন, ‘আপনারা জানেন ঢাকা ক্রেডিটের দীর্ঘদিনের স্বপ্ন ডিভাইন মার্সি হাসপাতাল চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে ডিভাইন মার্সি নার্সিং ইনস্টিটিউট সরকারী অনুমোদন পেয়ে শিক্ষা কার্যক্রমও শুরু করেছে। ঢাকা ক্রেডিট সব সময় সদস্যদের সুবিধার কথা চিন্তা করেই সকল কার্যক্রম পরিচালনা করে। যারা সদস্য, তারাই সমিতির প্রাণ। আপনারা সব সময় ঢাকা ক্রেডিটের পাশে থেকেছেন, সমর্থন এবং সহযোগিতা করেছেন, আপনাদের ধন্যবাদ। ঢাকা ক্রেডিটের অগ্রযাত্রায় আপনার সব সময় আছেন এবং থাকবেন।’

‘ঋণখেলাপী বর্তমানে একটি সামাজিক ব্যাধি। অনেকে আয়মূলক কাজে ঋণ না নিয়ে ঋণখেলাপী হচ্ছেন। আশা করি সদস্যরা সচেতন হবেন এবং আয়মূলক কাজের জন্যই ঋণ নিবেন। এ ছাড়াও যারা ঋণখেলাপী রয়েছেন, তাদের পরামর্শের মাধ্যমে মূল¯্রােতে ফিরে আসতে উৎসাহিত করবেন’ বলেন বক্তারা।

এ দিন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মনিকা গমেজের প্রার্থনার মাধ্যমে শিক্ষা সেমিনার শুরু হয়। এরপর বরণ নৃত্য, ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং-এর স্বাগত বক্তব্য, সেক্রেটারি মাইকেল জন গমেজের ঢাকার ক্রেডিটের উপর বিশদ আলোচনা, প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার ঢাকা ক্রেডিট নিয়ে স্বপ্ন বাস্তবায়নের বক্তব্যসহ নানা আয়োজন নিয়ে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

শিক্ষা সেমিনার সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও।