ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ১৭ নভেম্বর ২০২৪
বাংলা : ২ অগ্রহায়ণ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ দড়িপাড়ায় ভাওয়াল আন্তঃমিশন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

দড়িপাড়ায় ভাওয়াল আন্তঃমিশন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

0
65

ডিসিনিউজবিডি।। গাজীপুর

দড়িপাড়া জাগ্রত যুব সংঘ কর্তৃক আয়োজিত ভাওয়াল আন্তঃমিশন ১২তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলার দড়িপাড়া ধর্মপল্লীর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।

১০-১৩ অক্টোবর, শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৩ অক্টোবর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্টোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: (হাউজিং) এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারী মাইকেল জন গমেজ, হাউজিং এর ভাইস চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও ও সেক্রেটারী ইমানুয়েল বাপ্পি মন্ডল, ফাদার তপন ডি রোজারিওসহ অন্যান্য অতিথিবর্গ।

প্রধান অতিথি আগষ্টিন পিউরিফিকেশন তার বক্তব্যে প্রতিভার উন্মেষ আয়োজনের জন্য দড়িপাড়া জাগ্রত যুব সংঘ’কে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ধরণের আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করবে।

সুপ্ত প্রতিভা খুঁজে বের করে রাষ্ট্রীয় ভাবে শিশু-কিশোর-যুবদের প্রতিষ্ঠিত করার জন্য যে উদ্যোগ দীর্ঘদিন যাবৎ দড়িপাড়া জাগ্রত যুব সংঘ করে যাচ্ছে সেই উদ্যোগের ভুঁয়সী প্রশংসা করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও গেষ্ট অব অনার হেমন্ত কোড়াইয়া।

ঢাকা ক্রেডিট অনেক অগেই শিশু-কিশোর-যুবদের সুপ্ত প্রতিভাবে বিকশিত করণের লক্ষে কালচারাল একাডেমি গড়ে তুলেছে উল্লেখ করে কোড়াইয়া বলেন, “আমাদের অবিভাবক ও বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর উচিত সন্তানদের পেছনে বিনিয়োগ বাড়ানো, তাদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চায় আমাদের বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন।”