শিরোনাম :
শুলপুরে ঢাকা ক্রেডিটের পূর্ণাঙ্গ সেবা বুথের উদ্বোধন
মুন্সিগঞ্জের শুলপুরে ঢাকা ক্রেডিটের পূর্ণাঙ্গ সেবা বুথের উদ্বোধন করা হয়। শুক্রবার ১৭ মার্চ এ সেবা বুথের উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ।
সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতের লক্ষে ঢাকা ক্রেডিট এ সেবা বুথটি চালু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিচালক রতন পিটার কোড়াইয়া ও উইলসন রিবেরু এবং সুপারভাইজরি কমিটির সেক্রেটারি জন গমেজসহ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, হেমন্ত ইগ্নাসিওস কোড়াইয়া এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগে এই কেন্দ্রে শুধু টাকা জমা নেওয়া হতো। এখন থেকে চেকের মাধ্যমে এ সেবা কেন্দ্র থেকে টাকা উত্তোলন করা যাবে। এ উপলক্ষে সেবা কেন্দ্রটি নতুন রূপে সাজানো হয়।
আরবি/এসএন/আরপি/১৭ মার্চ, ২০১৭