ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized না ফেরার দেশে চলে গেলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বেঞ্জামিন গমেজ

না ফেরার দেশে চলে গেলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বেঞ্জামিন গমেজ

0
53

ডিসিনিউজ ।। ঢাকা

সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বেঞ্জামিন গমেজ। ২১ ডিসেম্বর , রাত ৩:০০ মিনিটে কাফরুলে নিজ বাসভবনে তিনি প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করেছিলেন।

বেঞ্জামিন গমেজ ২০০২ থেকে ২০০৫ খ্রিষ্টাব্দ ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা ক্রেডিট পরিবার। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং সেক্রেটারি মাইকেল জন গমেজ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা করা হয়।

বেঞ্জামিন গমেজ ১৯৪০ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি বান্দুরা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা নাগড় গমেজ ও মা আন্না গমেজ। তিনি আরডিআরএস নামক এনজিওতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে এবং তিন মেয়ে রেখে গেছেন।