ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ফাদার চালর্স জে. ইয়াং ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ফাদার চালর্স জে. ইয়াং ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

0
38

ডিসিনিউজ।।ঢাকা

ফাদার চালর্স জে, ইয়াং ফাউন্ডেশন কর্তৃক দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ও হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ উপজেলায় ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২১ ডিসেম্বর, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর সরাসরি অর্থায়নে গড়ে ওঠা ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ করেছে।

৭২-বছর বয়স্ক মনোরঞ্জন রায় কম্বল পাবার পর বলেন, “এই শীতে আমার মতো বৃদ্ধ ব্যক্তিরা অনেক কষ্ট পায়। এই কম্বলটি আমার খুব প্রয়োজন ছিল। আমি ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ জানাই।”

হোপনা কিস্কু, ৬২ বলেন, এই শীত পার করার মতো কম্বল আমার নেই। বাজার থেকে গরম কাপড় কেনার সামর্থও আমার নেই। এই কম্বলটি পেয়ে আমি অনেক খুশী ও কৃতজ্ঞ।

বীরগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রঞ্জন জে, পি, রোজারিও। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ লুথেরান চার্চের পালক প্রফুল্ল কুমার রায়, পালক কৈলাশ বর্মন, পালক হারিশ বর্মন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

একই দিনে হবিগঞ্জের সায়েস্তাগঞ্জে বিতরণকালে উপস্থিত ছিলেন, কারিতাস বাংলাদেশ-এর সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংল্যা ও স্থানীয় নেতৃবৃন্দ।

ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন জন্মলগ্ন থেকেই নিজ উদ্যোগে সংগৃহিত অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সামাজিক উন্নয়নমূলক কাজ করার লক্ষে ঢাকা ক্রেডিট এর প্রতিষ্ঠাতা আমেরিকান হলিক্রস ফাদার ফাদার চালর্স জে. ইয়াং এর নাম অনুসারে ফাদার চালর্স জে. ইয়াং ফাউন্ডেশনের নামকরণ করা হয়।