ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে আর্চবিশপ ও তেজগাঁও চার্চ প্রধানকে বড়দিন ও নববর্ষের...

ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে আর্চবিশপ ও তেজগাঁও চার্চ প্রধানকে বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন

0
32

ডিসিনিউজ।। ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর পক্ষ থেকে ঢাকা আর্চডায়োসিসের প্রধান আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুুজ’কে আসন্ন বড়দিন ও খ্রীষ্টিয় নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

২৩ ডিসেম্বর, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া’র নেতৃত্বে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উর্ধ্বতনকর্মীবৃন্দ রাজধানীর কাকরাইলে আর্চবিশপ হাউজে আর্চবিশপের সাথে দেখা করে এই শুভেচ্ছা জানান, বড়দিনের কেক কাটেন ও মতবিনিময় করেন।

আর্চবিশপ শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন, “যীশুখ্রীষ্টের জন্মদিন আমাদের খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য অতীত আনন্দের দিন। আমরা আশা করি এই দিনটি সকলের মধ্যে শান্তি ও সমৃন্ধি নিয়ে আসবে।”

আর্চবিশপ বলেন, “ঢাকা ক্রেডিট সমাজের উন্নয়নের জন্য ব্যাপক কাজ কওে যাচ্ছে এবং আশা করি আগামীগুলোতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।” বিশপ ঢাকা ক্রেডিটের সকল সদস্যকে আসন্ন বড়দিন ও খ্রীষ্টিয় নববর্ষের শুভেচ্ছা জানান।

ঢাকা ক্রেডিটের পক্ষে প্রেসিডেন্ট হেমন্ত কোড়াইয়া প্রতিষ্ঠানের প্রত্যেকটি সদস্যের পক্ষে আর্চবিশপ এবং অন্যান্যদের বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা দেশ ও সমাজের উন্নয়নের জন্য যীশুর জন্মতিথিতে প্রার্থনা করবো।”
“ঢাকা ক্রেডিট মানুষের বিশেষ করে খ্রীষ্টান সমাজের অর্থনৈতিক মুক্তির লক্ষে কাজ করে যাচ্ছে। চলতি বছরে ডিভাইন মার্সি হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটা ভিন্ন মাত্র যুক্ত করেছে। এই ধারা অব্যাহত থাকবে।” বলেন প্রেসিডেন্ট

তিনি, আর্চবিশপের কাছে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানে প্রতিটি সদস্য এবং দেশ ও সমাজের জন্য প্রার্থনা যাচনা করেন।

পরে সন্ধ্যায় ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এর নেতৃত্বে তেজগাঁও হলি রোজারিও চার্চের পাল-পুরোহিত জয়ন্ত গমেজ এর সাথে শুভেচ্ছা বিনিময় করে কেক কাটেন। এই সময় উপস্থিত ছিলেন তেজগাঁও চার্চের ফাদার সনি মাইকেল রোজারিও ও লেনার্ড কস্তা।

ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার সুকুমার লিনুস ক্রুজ, বোর্ড ডিরেক্টর মনিকা গমেজ ও ষ্টেলা হাজরা, ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডল, সদস্য বকুল গমেজ ও উমা মেগডেলিন গমেজ, সুপার ভাইজরি কমিটির সদস্য পংকজ লরেন্স কস্তা, মারিয়া ডি’কুনা, ঢাকা ক্রেডিটের সিইও যোনাস গমেজ, চিফ অফিসার স্বপন রোজারিওসহ অন্যান্য কর্মীবৃন্দ।