ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ০৯ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৬ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized অনুষ্ঠিত হলো দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র ৩৭তম বার্ষিক সাধারণ...

অনুষ্ঠিত হলো দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র ৩৭তম বার্ষিক সাধারণ সভা

0
75

ডিসিনিউজ ।। ঢাকা

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ’র ৩৭তম বার্ষিক সাধারণ সভা ৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে।

সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় সম্মানিত চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে সকল সদস্য/সদস্যাদের অংশগ্রহণে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা এর প্রেডিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাক্কো) লিঃ এর ভাইস চেয়ারম্যান অনিল লিও কস্তা, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ, ঢাকা খ্রিস্টান বহুমুখী সমবায় সমিতির সভাপতি এলবার্ট সুরেন মন্ডলসহ সোসাসাইটির ব্যবস্থাপনা কমিটি এবং উপদেষ্টাবৃন্দ।

সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় সাধারণ সভার কর্মসূচী অনুযায়ী অতিথিদের আসনগ্রহণ, জাতীয় সঙ্গীত, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও প্রার্থনার মধ্য দিয়ে সভা শুরু হয়।

সভার সভাপতি ও সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন সকলকে শুভেচ্ছা জানিয়ে সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা কমিটির উন্নয়নের নানা প্রকল্পের চিত্র তুলে ধরেন। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘ বিশ্বে নানা প্রান্তে যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি উদ্বেগজনক অবস্থায় আছে। কোভিড ১৯ এর প্রভাব এখনো অনেকের জীবনে রয়েছে। প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হওয়া সত্ত্বেও আপনাদের সকলের সহযোগিতায় সোসাইটির উন্নয়নের ধারা বজায় রাখতে পেরেছি। বিগত ৩৬ তম সাধারণ সভায় যে সকল সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম সেগুলো প্রায় সবগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। ২০২৩-২৪ অর্থবছরে মোট ৪.৪০% লভ্যাংশ এবং ১৫% রিবেট দেয়ার ঘোষণা দিচ্ছি। আজকের এই দিনে আপনাদের সুচিন্তিত মতামত, পরামর্শ আমাদের সোসাইটির চলার পথের পাথেয় হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহাধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই বলেন, ‘আমি জানি এবং বিশ্বাস করি , বর্তমান ব্যবস্থাপনা কমিটি সোসাইটির উন্নয়নের ধারা বজায় রাখতে বদ্ধরিকর । তাদের প্রগতিশীল চিন্তা চেতনা, সোসাইটিকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ অন্যান্য সমিতির জন্যে অনুকরণীয় হয়ে থাকবে। সমিতির উচিত সামাজিক উন্নয়নের স্বার্থে আমাদের কোন্দল থেকে বের হয়ে আসতে হবে। প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণে সৎ ব্যক্তি প্রয়োজন। তাদের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে। আমি আশা করবো আমাদের মন্ডলীকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে আমাদের সকলকে ইতিবাচক মনোভাব রেখে এক সাথে কাজ করতে হবে।

ঢাকা ক্রেডিটের প্রেডিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তার বক্তব্যে বলেন, হাউজিং সোসাইটির উন্নয়নের ধারা দৃশ্যমান। আপনাদের ব্যবস্থাপনা কমিটির যথেষ্ট শ্রম এবং সুদূরপ্রসারী চিন্তার কারনে হাউজিং সোসাইটি আজ এই শিখরে পৌঁছে গেছে। হাউজিং সোসাইটি গৃহ সমস্যা সমাধানে যে সকল প্রকল্প হাতে নিয়েছে, আমি আশা করব দরিদ্র এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য তারা সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করবে। আমরা ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান গুলো এক সাথে কাজ করলে আমাদের এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও তার বক্তব্যে বলেন, ‘প্রতিটি সমিতিতে প্রয়োজন good governance। আমাদের প্রয়োজন সামগ্রিক উন্নয়ন। লিডার দের বড় দায়িত্ব পরবর্তী লিডার তৈরি করে যাওয়া। যারা হাউজিং সোসাইটির এই উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখবে।’

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র বাইবেল থেকে পাঠ, সেই সাথে পরলোকগত সদস্যদের আত্মার কল্যাণার্থে প্রার্থনা ,আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা, বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদের কার্যক্রম প্রতিবেদন পাঠ ও অনুমোদন, আর্থিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, প্রস্তাবিত বাজেট পর্যালোচনা ও অনুমোদনসহ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়।