শিরোনাম :
ঢাকায় জুবিলী বর্ষের উদ্বোধন
ডিসিনিউজ।। ঢাকা
ঢাকা মহাধর্মপ্রদেশের রমনা সেন্ট মেরিস ক্যাথিড্রালে চলতি বছরে রোমে অনুষ্ঠিত হতে যাওয়া জুবিলী-২০২৫ এর উদ্ভোধন এবং লোগো উন্মোচন করেছেন কাথলিক মন্ডলীর ধর্মীয় নেতৃবর্গ।
৮ জানুয়ারি, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পতাকা উত্তোলন, জুবিলীর উদ্ভোধন ঘোষণা এবং লোগো উন্মোচন, বেলুন উড্ডয়ন, তীর্থযাত্রার প্রতীকী স্মরণে লোগো নিয়ে নৃত্যগীতির মধ্য দিয়ে জুবিলী-২০২৫ এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়। এছাড়াও ক্যাথিড্রাল অভিমুখে যাত্রা, প্রদীপ প্রজ্বলন, প্রার্থনা অনুষ্ঠান, মুক্ত আলোচনা এবং খ্রীষ্টযাগসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন করা হয় জুবিলী বর্ষ।
জুবিলী উৎসবের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ তার বক্তব্যে বলেন,“আজকে আমরা উপনীত হয়েছি এক মাহেন্দ্রক্ষণে। জুবিলী বছর শুরুর মাহেন্দ্রক্ষণে। যার মূলসুর হিসেবে পোপ মহোদয় বেছে নিয়েছেন আশার তীর্থযাত্রী। ২০০০ সালে পোপ ২য় জন পলের আহŸান অনুসারে ঢাকা মহাধর্মপ্রদেশে ২০২৫ সালের এই জুবিলীর শুভ উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।”
এ সময় জুবিলী উৎসবের শুভ উদ্ভোধন ঘোষনা করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই।
তিনি তার বক্তব্যে বলেন, “মহান ঈশ্বর আমাদের দান করেছেন এক মহান মুক্তিদাতা। যিনি আমাদের মুক্ত করেছেন, নতুন জীবন দান করেছেন, নতুন আশার সঞ্চার করেছেন প্রতিটি প্রাণে। প্রভু যীশু খ্রিস্টের জন্মতিথিতে ২০২৫ খ্রিস্টাব্দে জুবিলী বছরের শুভ উদ্ভোধন ঘোষনা করছি।”
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারী মাইকেল জন গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজসহ খ্রিস্টভক্তগণ।
উল্লেখ্য, লেবিও পুস্তকে বর্ণিত ৫০তম বছরে জুবিলী পালন করার বিষয়টির উল্লেখ আছে। পরবর্তীতে সেটি ২৫ বছরেও করা যাবে বলে মাতা মন্ডলী নির্দেশনা দিয়েছেন। ২৫ বছর আগে ২০০০ খ্রিস্টাব্দে খ্রীষ্ট জন্মের মহা জুবিলী উৎসব পালিত হয়েছিল। এবারে তার ঠিক ২৫ বছর পরে ২০২৫ খ্রিস্টাব্দে পূণ্যপিতা পোপ মহোদয় ইতিমধ্যেই জুবিলী বছর ঘোষণা দিয়েছেন।