শিরোনাম :
দরিদ্রদের মাঝে নগদ অর্থ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ
চয়ন এস. রোজারিও।। ঢাকা
সোসাইটি অব সেন্ট ভিনসেন্ট ডি. পল তেজগাঁও এর ১০০ দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ, চাল, তেলসহ অন্যান্য দ্রব্যসামগ্রী বিতরণ করেছে।
বড়দিন উপলক্ষে তেজগাঁও হলি রোজারি কনফারেন্স মাদার তেরেজা ভবনে ২০ ডিসেম্বও, ২০২৪ বড়দিনের উপহারস্বরুপ ১০০ জন দরিদ্র পরিবারের মাঝে ১ টি কেক, পোলাও চাল, ১ লিটার তেল ও নগদ ৭০,০০০ টাকা বিতরন করেছে।
সেন্ট ভিনসেন্ট ডি. পল ঢাকার হলি রোজারি কনফারেন্স হলে ৫০ বছর যাবৎ হতদরিদ্র মানুষের পাশে থেকে নিরবে তাদের পরিবারদের চিকিৎসার সাহায্য, সন্তানের শিক্ষাব্যয়সহ বড়দিন ও ইষ্টার সানডে ও পর্বীয় দিবসে খাদ্যসামগ্রী ও নগদ অর্থসাহায্য প্রদান করে আসছে।
এই উদোগে অনুপ্রানিত করেছেন কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি. রোজারিও, এসএসভিপি ঢাকা আরসি প্রেসিডেন্ট মি. জন পিরিজ, হলি রোজারি কনফারেন্স এর প্রেসিডেন্ট মি. ব্রæনু ডায়েস এবং ২০ জন এসএসভিপি স্বক্রিয় ভলান্টিয়ার।
এই উদ্যোগে ধর্মপল্লীবাসী, বিভিন্ন সংস্থা, দেশী-বিদেশী উপকারী বন্ধুমহল এবং এসএসভিপি সদস্যের অক্লান্ত পরিশ্রম, সাহায্য, সমর্থন, অর্থদান ও স্বপ্রনোদিত অংশগ্রহণের ফলে তেজগাঁও হলি রোজারি কনফারেন্স কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।