ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অস্ত্র লুট মামলায় ২৯ সাঁওতালের জামিন

অস্ত্র লুট মামলায় ২৯ সাঁওতালের জামিন

0
320

রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেহগঞ্জ ইক্ষু খামারের অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটের মামলায় ২৯ সাঁওতালের জামিন মঞ্জুর করেছেন আদালত।

২০ মার্চ (সোমবার) বিকেলে মামলার ৩২ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক ২৯ আসামির জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ জানান, ২০১৬ সালের ৯ আগস্ট ইক্ষু খামার এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটের অভিযোগে ৩২ জনের নামে এবং অজ্ঞাতনামা চার/পাঁচশ’ জনের (স্থানীয় বাঙালি ও আদিবাসী রয়েছে) বিরুদ্ধে মামলা করে পুলিশ। সোমবার সকালে ৩২ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে ২৯ সাঁওতালের জামিন মঞ্জুর করেন।

৩২ সাঁওতালের মধ্যে ২৯ জনের জামিন হলেও বাকি তিনজনের জামিনের বিষয়ে আদালত কোনো সিদ্ধান্ত হয়নি। তারা হলেন, ভূমি উদ্ধার কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান, সাঁওতাল নেতা রাফায়েল ও ফিলিমন বাক্সে।

২০১৬  সালের ৯ আগস্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে সাঁওতালরা ভূমি ও জীবনমান অধিকার আদায়ের দাবিতে সাহেবগঞ্জ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। সেইদিন সমাবেশ থেকে পুলিশ দুই আদিবাসীকে আটক করে। এরপর আদিবাসী সাঁওতালরা চড়াও হয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও একটি অস্ত্র লুট করে।

আরবি/আরএসআর/২০ মার্চ, ২০১৭