ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি দেশের বাজারে এইচপি’র নতুন ল্যাপটপ

দেশের বাজারে এইচপি’র নতুন ল্যাপটপ

0
577

এইচপির’র নতুন ল্যাপটপ

স্মার্ট টেকনোলজিস লিমিটেড দেশের বাজারে এইচপি ব্র্যান্ডের ৩৪৮ জি৪ সিরিজের নতুন কোর আই ফাইভ ল্যাপটপ বিক্রি শুরু করেছে। ইনটেল সপ্তম প্রজন্মের প্রসেসরযুক্ত এই ল্যাপটপকে বিজনেস সিরিজও বলা হয়। এতে আছে ৪ জিবি ডিডিআর ফোর র‍্যাম, ১৪.১ ইঞ্চি ফুল এইচডি অ্যান্টিগ্লেয়ার ডিসপ্লে, ৪টি ইউএসবি ৩.০ পোর্ট, ডিভিডি রাইটার, ব্লুটুথ, গিগাবিট ল্যান, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট, ওয়াইফাই ও ফিঙ্গার প্রিন্ট। ল্যাপটপের অন্যতম ফিচার হচ্ছে ৭২০০ আরপিএম গতির ১ টেরাবাইট হার্ডড্রাইভ।

এর দাম ৪৬ হাজার ৫০০ টাকা বলে স্মার্ট টেকনোলজিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর সঙ্গে দুই বছরের বিক্রয়োত্তর সেবাও থাকছে। এই সিরিজের অন্য ল্যাপটপগুলো কোর আইথ্রি এবং কোর আই সেভেন প্রসেসরের।

এসএস/আরবি/আরপি/২১ মার্চ, ২০১৭