শিরোনাম :
মহান স্বাধীনতা ও গণহত্যা দিবসে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কর্মসূচী
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বেশকিছু কর্মসূচী হাতে নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংবাদ জানানো হয়।
২৫শে মার্চ কালো রাত্রি ও গণহত্যা দিবস উপলক্ষে ওই দিন সন্ধ্যা ৭ টায় সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব কোনে অবস্থিত বঙ্গবন্ধু স্কোয়ারের পূর্ব পার্শ্বে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিল অনুষ্ঠিত হবে।
২৬শে মার্চ সাভারে জাতীয় স্মৃতি সৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল সাড়ে ৬টায় ঢাকা ক্রেডিটের সম্মুখস্থল থেকে সাভারে জাতীয় স্মৃতি সৌধের উদ্দেশে যাত্রা করা হবে।
আরবি/আরপি/ ২৩ মার্চ, ২০১৭