ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গাজীপুরে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

গাজীপুরে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

0
214
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রতিনিধি দল। ছবি : হেমন্ত আই. কোড়াইয়া

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কথিত মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে

শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া নলছাটা গ্রামে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, শুক্রবার রাতে কালীগঞ্জ থানার দাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশ ওই গ্রামের এক বাড়িতে মাদকের খোঁজে অভিযান চালায়। এ সময় মাদকাসক্ত কিছু লোক তিন পুলিশকে ঘরের ভেতর আটক করে ডাকাত বলে ডাকচিৎকার শুরু করে।

এলাকাবাসী জানান, কয়েকজন সিবিল পোশাকধারী আইনশৃঙ্খলাবাহীনি লোক বলে একজনের ঘরে জোরপূর্বক তল্লাশী চালাতে চায়। কিন্তু তাদের কাছে পরিচয় পত্র দেখতে চাইলে, পুলিশি অভিযানে আসা কেউই পরিচয় পত্র দেখাতে পারেনি। এক পর্যায়ে অভিযানে আসা লোকজন জোড় করে ঘরে ঢোকে। সাধারন জনগণ বিগত সময়ে সিবিল পোশাকে আসা দুস্কৃতীকারীদের তান্ডবের কথা ভেবে, তাদেরও তেমন মনে করেন এবং ডাকাত বলে চিৎকার করলে আশেপাশের লোকজন চলে আসে। এসময় তারা সাধারন লোকজন তাদের ডাকাত সন্দেহে আক্রমন করেন।

স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার রাতে নলছাটা গ্রামে থানার দুই এসআই সঙ্গীয় তিন কনেস্টেবল ও এক আনসার সদস্য নিয়ে সাদা পোষাকে মাদকের অভিযান চালায়। এ সময় সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে পুলিশ গ্রামবাসীর সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। । ৫ জন যুবক গুলি খেয়ে ঢাকা মেডিকেলে এডমিট অবস্থায় আর ৬০-৭০ জন যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসায় আছে।

এ বিষয়ে ওই গ্রামের বিমল দরেশের স্ত্রী মিনা ক্রুশ বলেন, সাদা পোশাকের পাঁচ পুলিশ তার ঘরে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা থানার লোক বলে জানায়।

“তাদের গায়ে পুলিশের পোশাক না থাকায় এবং পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার করে। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে পুলিশ বারান্দার একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।”

পরে পুলিশ এসে এলাকাবাসীর ওপর অতর্কিত হামলা চালিয়ে লাঠিচার্জ করে ও গুলি ছোড়ে বলে মিনার অভিযোগ।

২৫ মার্চ, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল উক্ত ঘটনা স্থল পরিদর্শনে যান। এখনো পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন বলে জানা যায়। এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়া এবং ঢাকা ক্রেডিটের সেক্রেটারি গিলবার্ট পংকজ কস্তা সাধারণ জনগণের সাথে সাক্ষাত করেন এবং ঘটনা সম্পর্কে সত্যতা জানতে চান। এসময় তারা আইনর্শঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় করেন এবং সঠিক ঘটনা উদঘাটন করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরবি/আরএসআর/২৫ মার্চ, ২০১৭