শিরোনাম :
ঢাকা ক্রেডিট পরিচালনা পর্ষদকে ফুলেল সম্বর্ধনা
সম্বর্ধনার পর প্রধান ও বিশেষ অতিথিদের সাথে ফটোসেশনে ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দ।
সংবর্ধিত হলেন ঢাকা ক্রেডিট পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। ২৬ মার্চ, রোববার, বেলা ৩টায় মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায় সমবায় সমিতি লি: (কেএসবি) তাদের সম্বর্ধনা প্রদান করে।
বার্ষিক বনভোজন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি গাজীপুর কালিগঞ্জের উলুখোলা বাঁশবাড়ীতে কেএসবি’র প্রস্তাবিত রিসোর্ট প্রাঁঙ্গণে ঢাকা ক্রেডিট পরিচালনা পর্ষদের সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়। সমিতির সেক্রেটারি সুরেন রিচার্ড গমেজের সঞ্চালনায় রবার্ট পংকজ গমেজের সভাপতিত্বে গাজীপুর জেলার সমবায় অফিসার মোল্লা মোহাম্মদ নিয়ামুল বাসার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে গাজীপুর জেলার সহকারি সমবায় নিবন্ধক অফিসার সাদেকুর রহমান সরকার, কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, কোষাধ্যক্ষ বিপুল লরেন্স গমেজ ও মঠবাড়ী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর চেয়ারম্যান শ্যামল জেমস রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, কোষাধ্যক্ষ বিপুল লরেন্স গমেজ, বোর্ড ডিরেক্টর পিটার গমেজ, এ্যান্থনী রূপন পিউরীফিকেশন, পাপিয়া রিবেরু, জন নীলু চাম্বুগং, উইলসন রিবেরু, আনন্দ ফিলিপ পালমা, আলবার্ট আশীষ বিশ্বাস, ক্রেডিট কমিটির সদস্য প্রত্যেশ রাংসা এবং সুপারভাইজরি কমিটির সেক্রেটারি জন গমেজ, সদস্য মানিক লরেন্স রোজারিও, ষ্টেলা হাজরা ও অবিনাশ নকরেক কে সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায় সমবায় সমিতি লি:-এর নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিট ও বাংলাদেশের খ্রিস্টান সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে শীরেন সিলভেষ্টার গমেজ বলেন,‘আপনাদের অগ্রগতি দেখে আনন্দে আপ্লুত হয়েছি। স্বল্প সময়ের পরিসরে আপনারা নিজেদের যে উন্নয়ন করেছেন তা অবিশ্বাস্য। একমাত্র ভিশনারি নেতৃত্বের জন্যই তা সম্ভব হয়েছে।’ পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রেখে তিনি সবার সাথে একসঙ্গে কাজ করে যাওয়ারও পরামর্শ দেন।
সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা তাঁর বক্তব্যের শুরুতে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায় সমবায় সমিতি লি:-এর সাফল্য ও অর্জনকে সালাম এবং অভিনন্দন জানিয়ে বলেন, ‘কয়েক বছরের মধ্যে আপনাদের যে অর্জন তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের বিচক্ষণ, চৌকস ও দূরদর্শি নেতৃত্বের জন্যেই তা সম্ভব হয়েছে। আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানটি একদিন বিশাল মহীরূহে পরিণত হোক এই কামনা করি। পরে তিনি সমিতির উন্নয়নে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।‘আমাদের অর্থ আমরা করবো ব্যবহার, আগামীর দিন হবে সোনালীর হাতিয়ার’ এই মূলমন্ত্রের ওপর ভিত্তি করে ২০১২ সালের ১ জুন মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায় সমবায় সমিতি লি: প্রতিষ্ঠা লাভ করে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির সম্পদ-পরিসম্পদের পরিমাণ প্রায় ৪০ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। সমবায় বাজার, ডেইরী ফার্ম ছাড়াও ভবিষ্যতে হাসপাতাল, রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টার ও স্কুল প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছে।
মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায় সমবায় সমিতি লি: নামে যাত্রা শুরু করলেও প্রতিষ্ঠানটি সংক্ষেপে কেএসবি নামেই বেশি পরিচিত এবং এই নামে তারা তাদের উৎপাদিত পণ্য ব্র্যান্ডিং ও বাজারজাত করছে।
এসএস/আরপি/ ২৭ মার্চ, ২০১৭