ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন

ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন

0
317

নির্বাচন কমিশনের সদস্যদের সাথে নব নির্বাচিত ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। (ছবি: সুবীর ডি’ক্রুজ)

ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১ এপ্রিল, ২০১৭ রোজ শনিবার, ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বি কে গুড কনফারেন্স হলে ২০১৭-২০২০ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার বিপুল টি গমেজ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডমিনিক কাজল ডি কস্তা-মিতা পালমা-হিল্লোল কস্তা-দিনেশ চৌকিদার-রতন পি কস্তা প্যানেল জয়ী হয়। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন ডিরেক্টর পদে ডেভিড স্বপন রোজারিও, নিশি কস্তা, কেয়া রোজলিন গমেজ, রিতন গমেজ ও থিওফিল গমেজ।

নবনির্বাচিত চেয়ারম্যান ডমিনিক কাজল ডি কস্তা ডিসি নিউজকে জানান, ‘প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের পাশাপাশি বাড়তি সময় বের করে সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়া যদিও চ্যালেঞ্জের, তবুও সদস্যদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করে যাব এবং আগামী ২০২০ সালের মধ্যে সম্পদ-পরিসম্পদ ১ কোটিতে রূপান্তর করতে চাই। এছাড়া সদস্যদের সামাজিক উন্নয়নে (সদস্যদের চিকিৎসা ও ছেলেমেয়েদের পড়াশোনায় সহায়তা) কাজ করে যেতে চায়।IMG_02নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে বিপুল টি গমেজ এবং কমিশনের সচিব হিসেবে প্রবীন পিউরীফিকেশন ও মিন্টু কোন্দাল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্টু খৃষ্টফার গমেজ, এসিইও লিটন টমাস রোজারিও ছাড়াও চীফ অফিসার জোনাস গমেজ, সুদান গাইন ও সুইটি শিশিলিয়া পিউরীফিকেশনসহ প্রতিষ্ঠানের সহকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআর/আরপি/এসএস/১ এপ্রিল/২০১৭