শিরোনাম :
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে নেতৃবৃন্দ প্রেসিডেন্টের সাথে দেখা করতে তাঁর কার্যালয়ে যান। এ সময় প্রেসিডেন্ট তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশে বাবু মার্কুজ বলেন, আপনারা দেশের খ্রিস্টান সম্প্রদায়কে গর্বিত করেছেন। এবারের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাউন্সিলে আমাদের অংশীদারিত্ব বেড়েছে। এ সময় তিনি সবকিছুর উর্ধ্বে ওঠে ঐক্যবদ্ধভাবে খ্রিস্টান সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
৭ ও ৮ এপ্রিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৯ম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে হিউবার্ট গমেজ অন্যতম সভাপতি, নির্মল রোজারিও প্রেসিডিয়াম সদস্য এবং উপাধ্যক্ষ রেমন্ড আরেং যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
প্রতিনিধি দলে হিউবার্ট গমেজ, নির্মল রোজারিও, হেমন্ত আই কোড়াইয়াসহ ভাদুন ক্রেডিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরবি/এসএন/ ৯ এপ্রিল, ২০১৭