শিরোনাম :
ডিসিনিউজের পেশাদারিত্বের আরেক ধাপ: নিয়োগ পেল নতুন স্থানীয় সংবাদকর্মী
আরো একধাপ এগিয়ে গেল ডিসিনিউজবিডি ডটকম।নতুন করে সারা বাংলাদেশ থেকে আরো নয় জন স্থানীয় সংবাদকর্মী নিয়োগ দিয়েছে ডিসিনিউজ। নতুন সংবাদকর্মীদের পেশাদারী প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়।
১৯-২১ এপ্রিল, ডিসিনিউজের স্থানীয় সংবাদকর্মী নিয়োগের উদ্দেশে বেসিক জার্নালিজম ওয়ার্কশপ বুধবার-শুক্রবার (১৯-২১ এপ্রিল) পর্যন্ত অনুষ্ঠিত হয়।ঢাকার অদূরে কালিগঞ্জের মঠবাড়ির কুচিলাবাড়িতে বাংলাদেশ গণমাধ্যমের প্রতিষ্ঠিত সাংবাদিকদের মাধ্যমে নতুন সংবাদকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
১৯ এপ্রিল, সকাল ৯টায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন।
প্রেসিডেন্ট গমেজ ডিসি নিউজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আগে কিছু গল্প, কবিতা আর ক্রেডিট ইউনিয়নের কিছু সংবাদ নিয়ে মাসিক সমবার্তা প্রকাশিত হতো। তাও তিন মাস অন্তর। ২০১৪ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংবাদ মাধ্যমগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। স্বপ্ন ছিল আধুনিক টেকনোলজির সমন্বয়ে ঢাকা ক্রেডিটের নিজস্ব একটি নিউজ হাউস থাকবে এবং ডিসি নিউজের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সমস্যা, নানা ধরণের সংবাদ দেশের অগণিত পাঠকদের কাছে পৌঁছে যাবে। আজ ডিসি নিউজ একদল দক্ষ ও চৌকস কর্মীদের নিয়ে সে লক্ষেই এগিয়ে যাচ্ছে। পাশাপাশি ঢাকা ক্রেডিটের অনলাইন টিভির মাধ্যমে দেশের বড় ইভেন্টগুলো সরাসরি সম্প্রচার করছে।
আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, আশা করি একঝাঁক তরুণ-তরুণী নিয়ে ডিসি নিউজ আগামীতে দূর্বার গতিতে এগিয়ে যাবে। সমাজ ও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।
নবীন সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতা একটি সৃজনশীল কাজ এবং সাংবাদিকতার নীতিমালা মেনে বস্তনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। আশা করি এই ডিসি নিউজ বড় পরিসরের জাতীয় দৈনিকগুলোতে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে তোমাদের প্লাটফর্ম হিসেবে কাজ করবে। পাশাপাশি তিনি ভবিষ্যতে প্রয়োজনে সংবাদকর্মীদের উচ্চতর প্রশিক্ষণ প্রদানেরও ঘোষণা দেন।
অনুষ্ঠানে কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার হায়দার আলী ছাড়াও ডিসি নিউজের সম্পাদক রাফায়েল পালমা, বার্তা সম্পাদক রবীন ভাবুক ও ডিসিটিভির ভিডিও এডিটর সুবীর ডি’ ক্রুজ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গণমাধ্যমের প্রতিষ্ঠিত পত্রিকার খ্যাতিমান সাংবাদিকবৃন্দ।
সংবাদ লেখার কৌশলের উপর প্রশিক্ষণ দেন দৈনিককালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক হায়দার আলী, ফিচার লেখার কৌশলের উপর প্রশিক্ষণ দেন দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার সিফারুল শেখ, সংবাদের শ্রেণী বিভাগ এবং ধরণ নিয়ে প্রশিক্ষণ দেন অনলাইন বিবার্তা২৪ নেটের স্টাফ রিপোর্টার উজ্জ্বল এ. গমেজ, ফটোগ্রাফির উপর প্রশিক্ষণ দেন দৈনিক প্রথম আলো পত্রিকার ফটোসাংবাদিক ওয়াহেদ হাসান রাজা ও ইউকানিউজের বাংলাদেশ প্রতিনিধি স্টেফান উত্তম রোজারিও, সাক্ষাতকার নিয়ে প্রশিক্ষণ দেন ডিসিনিউজের সম্পাদক রাফায়েল পালমা এবং গল্প, কবিতা, সাহিত্য বিষয়ে আলোচনা করে ডমিনিত রঞ্জন গমেজ। এছাড়াও ডিসিনিউজের নিউজ চীফ রবীন ভাবুক প্রতিটা বিষয়ের ক্লাশের পর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ফলোয়াপ ক্লাশ প্রদান করেন।
প্রশিক্ষণের শেষ দিন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ এবং দিকনির্দেশনা প্রদান করেন। তিনি এ সময় স্থানীয় প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট এবং সাংবাদিকতার পরিচয় পত্র তুলে দেন। এছাড়াও প্রশিক্ষণের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের মাঝে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করে প্রেসিডেন্ট। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার খৃস্টফার লিন্টু গমেজ, ডিসিনিউজের সম্পাদক রাফায়েল পালমা, চীফ অফিসার সুদান গাইন।তিন দিনের পেশাদরী সাংবাদিকতার কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন ডিসিনিউজের নিউজ চীফ রবীন ভাবুক।
সারা বাংলাদেশের স্থানীয় প্রতিনিধিরা হলেন :
স্বপ্না বালা : বরিশাল
জেফরি কার্ডোজা : কালিগঞ্জ
শুভ হ্যাভেন দাস : খুলনা
কামনা কস্তা : রাজশাহী
নিশান রেমা : ময়মনসিংহ সিটি
সজল গোমেজ : ঢাকা
পিয়াস বিশ্বাস : ঢাকা
সুইটি আরেং : শেরপুর
অঞ্জনা নকরেক : জলছত্র
ডিসিনিউজের নিয়োগপ্রাপ্ত স্থানীয় সংবাদকর্মীরা নিজনিজ জেলা, উপজেলা, খ্রিষ্টমন্ডলীর ডায়োসিসগুলোতে দায়িত্ব পালন করবেন।ডিসিনিউজ সর্বদা লুকিয়ে থাকা ঘটনা অনুসন্ধানে সদা সতর্ক।
আরবি/আরপি/এসএন/২২ এপ্রিল, ২০১৭