শিরোনাম :
বিদ্যুৎপৃষ্ট হয়ে কালীগঞ্জে এক জনের মৃত্যু
গাজীপুর জেলার কালীগঞ্জ ইউনিয়নের ভাদার্তী গ্রামের বার্নাড কস্তা একজন বয়স্ক লোক বিদ্যুতপৃষ্ট হয়ে প্রাণ হারান। শনিবার (২২ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
ধারণা করা হচ্ছে টেলিভিশনের শর্টসার্কিট থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে এই ঘটনা ঘটে। তিনি টেলিভিশনে ডিসের কেবল লাগানোর সময় বিদ্যুতের শর্টসার্কিটের শিকার হন। পরে কালীগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে যান।
উল্লেখ্য যে, গত কিছুদিন ধরে বজ্রপাতের কারণে বেশ কিছু বাড়িতে শর্টসার্কিট ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে জনসচেনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযত ভূমিকা রাখবে, এমনটাই আশা করেন গ্রামবাসী।
আরবি/আরপি/২৩ এপ্রিল, ২০১৭