শিরোনাম :
শিল্পকলা একাডেমিতে সপ্তাহ জুড়ে নৃত্যানুষ্ঠান এবং মেলা
আন্তর্জাতিক নৃত্য দিবস-২০১৭ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা প্লাজায় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সপ্তাহ জুড়ে নৃত্যানুষ্ঠান এবং মেলার আয়োজ করা হয়েছে।
২৩-২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহ জুড়ে মেলার আজ (মঙ্গল বার) তৃতীয় দিন। গতকাল সোমার ঢাকা শহরের বিভিন্ন নৃত্য সংগঠন এবং একাডেমির শিক্ষার্থীরা নৃত্য প্রদর্শনে অংশ নেয়। ঢাকা ক্রেডিটের কালচারাল একাডেমির শিক্ষার্থীসহ বিভিন্ন একাডেমির প্রশিক্ষণার্থীরা এ দিন নৃত্য প্রদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এছাড়াও দেশের ও ভারতের খ্যাতিমান প্রশিক্ষক এবং শিল্পীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তারা পিতা মাতাদের সন্তানদের শিল্প চর্চায় আগ্রহী করে গড়ে তোলার জন্য আহ্বান জানান। তারা বলেন, ছেলেমেয়েরা সাংস্কৃতিক চর্চায় মন দিলে অপরাধমূলক কাজের সাথে জড়াবে না।
নৃত্যানুষ্ঠানে ছোট এবং বড়দের নৃত্য প্রদর্শন করা হয়। এছাড়াও এ সময় মেলা এবং শিল্পীদের আলোকচিত্র প্রদর্শন করা হয়। মেলার তৃতীয় দিনও চলছে শিল্পীদের নৃত্যের ঝঙ্কার।
সপ্তাহ ব্যাপী এই নৃত্য প্রদর্শন এবং মেলা বিশ্ব নৃত্য দিবসের র্যালীর মাধ্যমে শেষ হবে।
আরবি/আরপি/২৫ এপ্রিল, ২০১৭