শিরোনাম :
সাধারণ ক্রেডিট সিলিং ঋণের ক্ষেত্রে ১০% Retention রাখা সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ২৪ এপ্রিল, ২০১৭ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সমিতির ৬ষ্ঠ যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক সাধারণ ক্রেডিট সিলিং ঋণের ক্ষেত্রে মোট অনুমোদিত ঋণের ১০% Retention হিসেবে উক্ত সদস্যের নামে অত্র সমিতিতে ৮% হার সুদে ৩ বছরের জন্য দীর্ঘ মেয়াদী সঞ্চয়ী আমানতের হিসাব খুলে দেয়া হবে যা ২৫ এপ্রিল, ২০১৭ খ্রিস্টাব্দ থেকে কার্যকর করা হবে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে এই দীর্ঘ মেয়াদী সঞ্চয়ী আমানতের টাকা উত্তোলন করা হলে সেভিংস-এর সমপরিমাণ হারে সুদ প্রদান করা হবে। এখানে উল্লেখ্য যে, ১০% Retention হিসেবে নেয়ার ফলে উক্ত ঋণের ক্ষেত্রে ঋণ গ্রহণের পূর্বে ১০% হারে সঞ্চয়ী জমা রাখার প্রয়োজন হবেনা।
উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।