শিরোনাম :
বাবু-মিলি দম্পতির অবদান ওয়াইএমসিএ’র জন্য মাইলফলক: ড. মেথিও
ভারত ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট ড. লেবি ফিলিপ মেথিও বলেছেন, ‘বাবু মার্কুজ ও মার্সিয়া মিলি দম্পতির অবদান এই অঞ্চলের ওয়াইএমসিএ’র জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।’
বাংলাদেশ সফরে এসে ড. মেথিও গতকাল (২৮ এপ্রিল) বিকেলে ঢাকার সাভারের দেওগাঁও গ্রামে সামাজিক উন্নয়নের জন্য বাবু মার্কুজ গমেজ ও মার্সিয়া মিলি গমেজ দম্পতির সাভার ওয়াইএমসিএ’র জন্য দান করা ১০.৫০ শতাংশ জমির উপর নির্মিত মাল্টি পারপাস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে এ কথা বলেন। এ সময় ড. মেথিও বলেন, বাবু মার্কুজের নেতৃত্বে এই অঞ্চল তথা এশিয়ার ওয়াইএমসিএ’র আন্দোলন অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। তিনি বিশ্বসভায় বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন।
তিনি বলেন, আমি জেনেছি এই জমির বাজার মূল্য ৫০ হাজার মার্কিন ডলার। বাবু মার্কুজ এবং মিলি দম্পতির এই অবদান ওয়াইএমসিএ’র অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে। আশা করি এই ভবন নির্মাণের মধ্য দিয়ে এই অঞ্চলের সামাজিক কর্মকান্ড আরও দ্রুততার সাথে প্রসার লাভ করবে এবং মানুষের কল্যাণে আসবে। তিনি তাৎক্ষনিক ভাবে ভারতের ওয়াইএমসিএ’র পক্ষ থেকে ভবন নির্মাণের জন্য ৫ লাখ রুপি সহায়তার ঘোষণা দেন।বাবু মার্কুজ ও মার্সিয়া মিলি দম্পতিকে নিয়ে সাভার ওয়াইএমসিএ’র নব নির্মিত মাল্টিপারপাস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন ড. মেথিও।( ছবি: সুমন সাংমা)
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট বাবু মার্কুজ এ সময় বলেন, সহধর্মিনী মিলির সাথে আলোচনা করে এই জমি সাভার ওয়াইএমসিএ কে দান করার সিদ্ধান্ত নেয়। আমাদের স্বপ্ন ও প্রত্যাশা এর মধ্য দিয়ে সাভার ওয়াইএমসিএ তথা বাংলাদেশ ওয়াইএমসিএ’র কর্মকান্ড আরও বিস্তার, গতিশীল ও বেগবান হবে। সমাজের উন্নয়নে কাজ করে যাবে।পাশাপাশি তিনি দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, আমাদের পরম সৌভাগ্য যে ভারতের ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
ড. মেথিও এর উদ্দেশে তিনি বলেন, আশা করি মেথিও মাল্টি পারপাস এই ভবনের উদ্বোধন করার জন্য পূনরায় বাংলাদেশে আসবেন। এসময় ড. মেথিও হাসিমুখে এবং মাথা নেড়ে তাঁর কথায় সায় দেন। এর আগে প্রতিনিধিদল সাভার দেওগাঁও গ্রামে এসে পৌঁছালে সাভার ওয়াইএমসিএ’র নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।
সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ছাড়াও ওয়াইএমসিএ ভারতীয় প্রতিনিধিদলের নেতৃবৃন্দ, মার্সিয়া মিলি গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, রেমন্ড আরেংসহ বাংলাদেশ ন্যাশনাল ও সাভার ওয়াইএমসিএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বাবু মার্কুজ ও মার্সিয়া মিলি দম্পতির সাথে ভারত ও বাংলাদেশের ওয়াইএমসিএ’র নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ড. মেথিও’র নেতৃত্বে ভারত ওয়াইএমসিএ’র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ২৭ এপ্রিল তিন দিনের সফরে বাংলাশে আসেন। বাংলাদেশ ওয়াইএমসিএ’র কার্যক্রম পরিদর্শন শেষে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজসহ প্রতিনিধিদল আজ (২৯ এপ্রিল) সকালে ভারতে ফিরে গেছেন।
এসএস/আরপি/২৯ এপ্রিল, ২০১৭