শিরোনাম :
নতুন কার্ডিনাল ঘোষণায় আশির্বাদিত হলো খ্রিস্টমন্ডলী, গৌরব বাঙালি জাতির
রবীন ভাবুক : বাংলাদেশ খ্রিস্টমন্ডলীতে যোগ হলো নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে প্রথম বাঙালি কার্ডিনাল হলেন ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। ২০১৬ সালের ৯ অক্টোবর রোবরাব খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস কর্তৃক নতুন ১৭ জন কার্ডিনালের নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে বাংলাদেশের গর্বের নাম কার্ডিনাল প্যাট্রিক।
ewtnnews এর বরাতে জানা যায় ১৬ জন বিশপ ও একজন যাজকে এবার কার্ডিনাল মনোনয়ন দেওয়া হয়। ক্ষুদ্র স্থানীয় মন্ডলীর বাণী প্রচার, সেবার কাজ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পোপ মহোদয় এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। মনোনীত কার্ডিনালদের নাম ঘোষণা দেওয়ার সময় পোপ ফ্রান্সিস বলেন, ‘প্রিয় ভাইবোনেরা, দয়া বর্ষের শেষ লগ্নে আমি আনন্দের সাথে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নির্বাচিত ১৭ জন নতুন কার্ডিনালের নাম ঘোষণা করছি। বিশ্বের সর্বজনীন ১১টি দেশ থেকে মনোনীত কার্ডিনাল বিশ্বের প্রতিটি প্রান্তে খ্রিস্টের করুণা এবং সাক্ষ্য বহন করবে।’
২০১৫ সালের ৮ ডিসেম্বর দয়াবর্ষের শুভ সূচনা হয় এবং ২০১৬ সালের ২০ নভেম্বর এই বর্ষের সমাপ্তি হবে। ২০১৬ সালের ১৯ নভেম্বর পোপ কর্তৃক নবঘোষিত কার্ডিনালগণ আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণ করবেন।
বাংলাদেশের গর্ব কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও বাংলাদেশের খ্রিস্টমন্ডলীসহ সমগ্র বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছেন। নতুন কার্ডিনালের নাম ঘোষণা হওয়ার পরই দেশের সরকারসহ বিশাল জনগোষ্ঠী নতুন এই কার্ডিনালকে অভ্যর্থণা জানায় রমনার আর্চবিশপ হাউজে। ১০ অক্টোবর, ঢাকা ক্রেডিটের প্রতিনিধি দলও নবঘোষিত কার্ডিনালকে শুভেচ্ছা জানায়।
কার্ডিনাল পদ নিয়ে বিভিন্ন আলোচনা এবং আগ্রহের কারণে যোগাযোগ করা হয় সাপ্তাহিক প্রতিবেশীর সাবেক সম্পাদক এবং তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত কমল কোড়াইয়ার সাথে। তিনি জানান, ‘কার্ডিনাল হলো একটি পদবী। যে কেউ কার্ডিনাল হতে পারেন। একজন ফাদার, আর্চবিশপ, বিশপ বা একজন সাধারণ খ্রিস্টভক্তও কার্ডিনাল হতে পারেন। বর্তমানে বিশ্বের সকল কার্ডিনালের মধ্যে একজন সাধারণ খ্রিস্টভক্তও কার্ডিনাল হিসেবে দায়িত্ব পালন করছেন। কার্ডিনাল হলো একটি বিশেষ পদবী। এই পদবীধারীরা বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে পোপ মহোদয়ের পরামর্শদাতা হিসেবে কাজ করেন। পোপীয় বিভিন্ন দপ্তরে তাঁরা দায়িত্ব পালন করে থাকেন। সকল কার্ডিনালের মধ্যে ১৮০জন কার্ডিনাল পোপ নির্বাচনে দায়িত্ব পালন করেন। তবে ৮০ বছরের অধিক হলে তিনি পোপ নির্বাচনে অংশ নিতে পারবেন না। একজন যাজকও পোপ হওয়ার জন্য নির্বাচিত হওয়ার জন্য আহুত। কার্ডিনাল কোথায় অবস্থান করে দায়িত্ব পালন করবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি ডিসিনিউজকে আরো জানান, কার্ডিনাল পদ কোনো সাক্রামেন্ত নয়, এটি একটি বিশেষ মর্যাদার পদ। পোপের বিভিন্ন ক্ষেত্রে সহায়তার জন্য তাঁরা দায়িত্ব পালন করেন। ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও কার্ডিনাল নির্বাচিত হয়েছেন, ভাতিকান রাষ্ট্রের দাপ্তরিক দায়িত্ব দেওয়া হলে তিনি সেখানে থেকে দায়িত্ব পালন করবেন, বা বাংলাদেশে থেকেও তিনি কার্ডিনালের দায়িত্ব পালন করতে পারেন। কার্ডিনাল প্যাট্রিক কোথায় অবস্থান করে দায়িত্ব পালন করবেন, তা পরবর্তীতে তাঁর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর জানা যাবে।
কার্ডিনাল প্যাট্রিক পোপ ষোড়শ বেনেডিক্টের কাছ থেকে পলিউম সম্মানা লাভ করেন ২০১১ সালে। এটি কাথলিক যাজকদের একটি সর্বোচ্চ সম্মাননা। এছাড়াও বাংলাদেশের খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু হিসেবে তিনি জাতি-ধর্ম-বর্ণ সকলের নিকট থেকে সম্মান ও ভালোবাসায় সিক্ত।
নতুন কার্ডিনালদের নামের তালিকা
০১। আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও, বাংলাদেশ ০২। আর্চবিশপ মারিও জেনারি, ইতালি ০৩। আর্চবিশপ দিয়োদনে নাপালায়িঙ্গা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ০৪। কার্লোস অসেরা সিয়েরো, স্পেন ০৫। আর্চবিশপ সেরজো রখা, ব্রাজিল ০৬। আর্চবিশপ ব্লেইজ জে. কুপিক, আমেরিকা ০৭। আর্চবিশপ বালতেজার এনরিক পোরাস কোরদোছো, ভেনেজুয়েলা ০৮। আর্চবিশপ যোসেফ জে. ক্যাসল, বেলজিয়াম ০৯। আর্চবিশপ মরিস পিয়েত, মরিসাস ১০। আর্চবিশপ কেভিন যোসেফ ফ্যারিল, আমেরিকা ১১। আর্চবিশপ কার্লোস আগুইয়ার রেতেস, মেক্সিকো ১২। আর্চবিশপ জন রিবাত, পাপুয়া নিউগিনি ১৩। আর্চবিশপ যোসেফ উইলিয়াম তবিন, আমেরিকা ১৪। আর্চবিশপ আন্তনী সোতের ফার্নান্দেছ, এমিরিটাস আর্চবিশপ (কুয়ালালামপুর, মালয়েশিয়া) ১৫। আর্চবিশপ রেনেতো কর্তি, এমিরিটাস আর্চবিশপ, নভেরা, ইতালি ১৬। আর্চবিশপ সেবাস্টিয়ান খতো খোররাই, মোহেলাস, হোয়েক লেসেথো ১৭। ফাদার আর্নেস সিমোনি, আলবেনিয়া
আরবি/আরপি- ৯ অক্টোবর, ২০১৬