শিরোনাম :
বিতর্কিত গুজব ক্রেডিটের জন্য সুখকর নয়
ডিসিনিউজ : ‘ঢাকা ক্রেডিট এখন আগের মতো ঐতিহ্য নির্ভর কাজ করে না। ঢাকা ক্রেডিট নিয়মিতভাবে আয়মূলক প্রকল্প পরিচালনা করছে এবং নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।’ মিরপুর শিক্ষা সেমিনারে বলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
২৭ অক্টোবর, ২০১৬ মিরপুর ব্যাপ্টিস্ট চার্চ কমিউনিটি সেন্টারে সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সেমিনারে প্রেসিডেন্ট বলেন, ঢাকা ক্রেডিট নিয়ে অনেকে বিতর্কিত এবং নেতিবাচক কথা ছড়াচ্ছে, যা কখনোই ক্রেডিটের জন্য সুখকর নয়। ঢাকা ক্রেডিট জনগণের, জনগণ ভাল-মন্দ বুঝে। তাই তারা বুঝতে পারে মানুষের কি করতে হবে। ক্রেডিট নিয়ে বিতর্কিত কথাবার্তা একমাত্র স্বার্থবাদী মানুষই বলতে পারে। ঢাকা ক্রেডিটের অগ্রগতি নিয়ে তিনি বলেন, ঢাকা ক্রেডিট অনেক প্রকল্প নিয়ে কাজ করছে, যা আপনারা বিভিন্ন সময়ে দেখছেন এবং সে সকল প্রকল্পের সেবা গ্রহণও করেছে। তিনি মিরপুর কর্মাঞ্চল নিয়ে বলেন, মিরপুর ঢাকা ক্রেডিটের বড় একটা কর্মাঞ্চল। মিরপুর নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। সমবায় বাজারসহ অন্যান্য প্রকল্পের সুবিধা মিরপুরে আনার জন্য পরিকল্পনা আমরা করছি। তাই এসব বিষয়ে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
শিক্ষা সেমিনারে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণসহ মিরপুরের স্থানীয় প্রতিনিধিরা এবং সাধারণ জনগণ।
শিক্ষা সেমিনারে বক্তারা ক্রেডিটের উন্নয়নমুখী কর্মকান্ডের জন্য প্রসংশা করেন এবং এই উন্নয়ন অব্যাহত রাখার জন্য প্রেসিডেন্টকে উৎসাহীত করেন। এসময় সাধারণ জনগণ বর্তমান প্রেসিডেন্টকে আগামীতেও নেতৃত্ব দানের জন্য আহ্বান জানান।
বক্তারা বলেন, বিগত সময়ের চেয়ে সাম্প্রতিক সময়ে ঢাকা ক্রেডিট যে উন্নয়ন সাধিত করেছে, তা যুগোলক্ষণ হয়ে থাকবে। ক্রেডিটের উন্নয়নমুখী প্রবৃদ্ধির হার যেন উর্ধ্বমুখীই থাকে, তাই ক্রেডিটের এরকম যোগ্য নেতৃত্ব চাই। যদি সুযোগ থাকে, তবে এই নেতৃত্বে ধারক অব্যাহত থাকুক। আমরা দলীয়গত বিশৃঙ্খলা করে ক্রেডিটের ক্ষতি চাই না। ক্রেডিট ক্ষতিগ্রস্ত হলে, আমরাও ক্ষতিগ্রস্ত হবো। তাই ব্যক্তি স্বার্থের বাহিরে এসে আমাদের নেতৃত্বের ধারাকে বিচক্ষণতার সাথে বিবেচনা করে নেতৃত্ব ঠিক করতে হবে।
শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের ডিরেক্টর গিলবার্ট পংকজ কস্তা ক্রেডিটের বিভিন্ন প্রকল্প, সেবা এবং কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এসময় জনগণ ঢাকা ক্রেডিটের নতুন নতুন প্রকল্প এবং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এদিন মিরপুরবাসী বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি জেনারেলকে শুভেচ্ছা জানান।
আরবি/আরপি- ২৭ অক্টোবর, ২০১৬