শিরোনাম :
উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে বৈশাখী মেলা
বাংলার কৃষ্টিকে ধারন করে মানষিক বিকাশের জন্য বৈশাখী মেলার আয়োজন করেছে উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুল। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্কুলের প্রাঙ্গনে মেলার উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
শিক্ষার্থীদের বাংলা সংস্কৃতি অনুশীলনের মাধ্যমে লালন-পালন করার জন্যই এই মেলার আয়োজন বলে জানান স্কুলের প্রিন্সিপাল সমীর বৈদ্য।
তিনি আরো জানান, ৩ বছর ধরে বৈশাখী মেলার আয়োজন করে আসছে উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুল।
মেলায় বিভিন্ন স্টলে খাবার, পোশাক, খেলনা ও অলংকারসহ হস্তশিল্পের পসরা নিয়ে বসেন দোকানীরা।
শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, এই দিনটির জন্য তারা অপেক্ষায় থাকে এবং আনন্দের মধ্যে দিন কাটায়। আয়োজনের এই দিনটি তাদের কাছে বিশেষ দিন বলে শিক্ষার্থীরা উল্লেখ করে।
মেলা অনেকের পড়নেই ছিল শাড়ি ও পাঞ্জাবী।
অভিভাবকরা জানান, এই ধরনের মেলার আয়োজন করলে তাদের সন্তানদের জ্ঞানের পরিধি বাড়বে এবং বাংলার সংস্কতি সঠিকভাবে জানবে।
বাংলা ঐতিহ্যকে লালন করার জন্য ইংরেজী মাধ্যমসহ সকল স্কুলে এই ধরনের মেলার আয়োজন করার আহবান জানান স্কুলের প্রিন্সিপাল বৈদ্য।
আরবি/আরপি/ ২ মে, ২০১৭