শিরোনাম :
গুণীজনদের সম্মান না জানালে গুণী মানুষ সৃষ্টি হয় না: তথ্যমন্ত্রী ইনু
যে গুণীজন দেশ প্রেমের নজির স্থাপন করতে পারেন না, তিনি এক সময় সমাজের বোঝা হয়ে যান বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী ইনু বলেন, গুণীজনদের সম্মান না জানালে গুণী মানুষ সৃষ্টি হয় না। বীরকে সম্মান না দিলে বীর তৈরি হয় না।
আজ মঙ্গলবার (২ মে) জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বিবার্তা২৪.নেট আয়োজিত গুণীজন সম্মাননা (বিবার্তা স্বর্ণপদক) পদক প্রদান করা হয়।
এ সময় তথ্যমন্ত্রী ইনু আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পরই দেশে মূল সমস্যা তৈরি হয়। এরপর শুরু হয় ইতিহাস বিকৃতি। বঙ্গবন্ধু, এমনকি রবীন্দ্রনাথকেও নির্বাসনে পাঠানো শুরু হয়।
সামরিক শক্তি জাতির সাথে বেইমানি করেছিল বলে ইনু উল্লেখ করেন। তিনি বলেন, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দৃঢ়তার সঙ্গে জাতিকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন। তিনি খন্ডিত ইতিহাস থেকে জাতিকে বের করে এনেছেন। শেখ হাসিনার হাত ধরে দেশ আলোর পথে এগিয়ে যাচ্ছে। আপনারা অনেক সমস্যা দেখেছেন, জ্বালাও-পোড়াও দেখেছেন। তারপরও দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।
বিবার্তার এই মহতি উদ্যোগকে অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দায়িত্বের সূত্র ধরেই আমি বিবার্তাকে জানি, তার সৃজনশীলতা সম্পর্কে জানি। তাদের উদ্যোগকে স্বাগত জানাই। বিবার্তার উদ্যোগ সৃষ্টিশীল। আমি মনে করি, নানা গুণীজন নানাভাবে দেশ ও সমাজের সেবা করছেন। দেশে সমস্যা তৈরি হলে জনগণ তাদের শরণাপন্ন হন। এ সময় গুণীজনরা তাদের গন্ডির বাইরে এসে দেশের কল্যাণে এগিয়ে আসেন। তবে গুণীজনদেরকে সম্মান জানাতে না পারলে দেশ স্বাভাবিক নিয়মে পিছিয়ে পড়বে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক দৈনিক জনকণ্ঠ’র উপদেষ্টা সম্পাদক তোয়াব খান বলেন, দেশের বর্তমানে তথ্যপ্রবাহ ও তথ্য প্রচারে অবাধ স্বাধীনতা বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞানভিত্তিক সমাজের ডাক দিয়েছেন। তবে এ স্বাধীনতাকে ধরে রাখতে হবে। দেশে সাংবাদিকতা বিকাশের জন্য সরকারি পর্যায়ের বাইরেও কিছু প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। বিশেষ করে এ পেশার মানুষরাই এগিয়ে আসছে, এটা খুবই ভালো বিষয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিবার্তা সম্পাদক বাণী ইয়াসমিন হাসিসহ পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
১০টি বিষয়ের উপর ১১ গুণীজনকে সম্মাননা দিয়েছে দেশের অন্যতম নিউজপোর্টাল বিবার্তা২৪ডটনেট। প্রতি বছর বিবার্তা২৪ডটনেট এই সম্মননা পদকের আয়োজন করে।
সম্মাননা প্রাপ্তরা হলেন
এবার বিবার্তা গুণীজন সম্মাননা পেয়েছেন তোয়াব খান (সাংবাদিকতা), সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান (শিল্প সংস্কৃতি), ডা. দীপুমনি (রাজনীতি), মাহবুব আরা গিনি (অদম্য নারী), জুনাইদ আহমেদ পলক (আইসিটি), এম এ গণি (প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক), মো. ইফতিখার-উজ-জামান (অর্থনীতি), মো. আব্দুর রাজ্জাক (সফল উদ্যোক্তা), মাবিয়া আক্তার সীমান্ত (ক্রীড়া) এবং সানিয়া বিনতে মাহতাব (গবেষণা)।
আরবি/আরপি/ ২ মে, ২০১৭