ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১ম বার্ষিক সম্মেলনী

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১ম বার্ষিক সম্মেলনী

0
288

বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশের ইতিহাসখ্যাত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখার ১ম বার্ষিক সম্মেলন- ২০১৭ কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন । সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ডা. দীপু মনি। এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ড. মোহিত উল আলম, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজসহ  ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অথিতির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ হতে হবে। এ সময় তিনি প্রত্যেক ছাত্রকে উদ্যোক্তা ও উদ্যমী হওয়ার আহবান জানান।

সম্মেলন শেষে জয় বাংলা ভাস্কর্য উদ্ভোধন করেন অতিথিরা।
সম্মেলনের সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সভাপতি ছাব্বির আহমেদ।

 

 

আরবি/আরপি/৪ মে, ২০১৭