ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ৫০ বছর বয়স

৫০ বছর বয়স

0
341

ডিসিনিউজ : ‘গোল্লা ধর্মপল্লী আজ আনন্দের দিন। এদিন সকল গোল্লাবাসীর জন্য গর্বের। দীর্ঘ ৫০ বছর আগে গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ কয়েকজন মানুষের হাত ধরে শুরু হয়ে এখন তা অনেক ফলে শোভিত।’ বলেন প্রধান অতিথি কার্ডিনাল প্যাট্রিক।

golla-01২৭-২৮ অক্টোবর, ২০১৬ গোল্লাবাসী ক্রেডিটের ৫০তম জুবিলী উৎসব পালনে মিলিত হয়। জুবিলী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, সভাপতি সভাপতি হিসেবে গোল্লা ক্রেডিটের সভাপতি টমাস রোজারিও, বিশেষ অতিথি হিসেবে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, গোল্লা মিশনের পাল-পুরোহিত সুব্রত গমেজ, বান্দুরা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল নিপু রোজারসিহ গোল্লাধর্মপল্লীর নেতৃবৃন্দ এবং সকল স্থরের জনগণ।

অনুষ্ঠানে প্রথান অতিথি গোল্লাবাসীর সাথে আনন্দের সহভাগি হয়ে বলেন, যারা এই মহান কাজের শুরু করে দিয়েছে, আজ তা সকলের ভালবাসায় পূর্ণ। কার্ডিনাল হিসেবে মনোনয় দেওয়ার কারণে তিনি বলেন, আজকে এই পদ আমার নিজের জন্য নয়, বরং তা আপনাদের সকলের। এটি পূর্ণ বর্ষের দয়ার জুবিলী। আমরা সকলে আজকের দিনের জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই।

সভাপতি এদিন প্রয়াত ক্রেডিট আন্দোলনের সাথে জড়িতদের স্মরণ করেন। তিনি বলেন, তারা না থাকলে আজকের এই ক্রেডিটের অস্তিত্ব থাকতো না। তিনি এসময় গোল্লা মিশনের পাল-পুরোহিতের হাতে চার্চের উন্নয়নের জন্য এক লক্ষ টাকার অনুদান, স্থানীয় স্কুলের প্রথান শিক্ষকের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন।

বিশেষ অতিথি বাবু মার্কুজ বলেন, গোল্লার মানুষ আজকে একটি মিলন মেলায় মিলিত হয়েছে। পঞ্চাশ বছর পথ পাড়ি দিয়ে আজ গোল্লা ক্রেডিট একটি উচ্চতায় চলে এসেছে। আজ আমি গোল্লাবাসীকে শুভেচ্ছা জানাই এবং তাদের জন্য শুভ কামনা করি।

golla-03

সকাল নয়টায় জুবিলী উপলক্ষে বিশেষ খ্রীষ্টযাগ উৎসর্গ করেন কার্ডিনাল। অনুষ্ঠানে ৫০বছরের কেক কাটা, পতাকা উত্তোলন, কবুতর উড়ানো এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

আরবি/আরপি- ২৮ অক্টোবর, ২০১৬