ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জীবনমান উন্নয়নে আর্থিক অনুদান : এই টাকায় কি মানোন্নয়ন সম্ভব !

জীবনমান উন্নয়নে আর্থিক অনুদান : এই টাকায় কি মানোন্নয়ন সম্ভব !

0
631

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ক্ষুদ্র জাতি সত্ত্বার-নৃ-গোষ্ঠি ও সম্প্রদায়ভূক্ত প্রান্তিক পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের জন্য গত বৃহস্পতিবার দুইশত পাঁচ জনের মধ্যে পাঁচ হাজার টাকা করে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব ছরোয়ার আবু খান (আবু) উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রমেন্দ্র নাথ বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন মধুপুরের ট্রাইবাল চেয়ারম্যান ইউলিয়াম দাজেল ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এ সময় নির্বাহী অফিসার বিশ্বাস বলেন, প্রতি বছর আপনাদের জীবনমান উন্নয়নের জন্য দশ থেকে এগার লক্ষ টাকা বরাদ্দ দিয়ে থাকি। এ বছর আমরা দুইশত পাঁচ জনকে মোট দশ লক্ষ টাকা, যা জনপতি পাঁচ হাজার টাকা করে দিচ্ছি। গত বছর যারা পাননি এবার তাদের জন্য দেওয়া হচ্ছে। এখন যারা পাচ্ছেন, আগামী বছরে তাদের দেওয়া হবে না।

তিনি আরো বলেন, অন্যান্য এলাকার চাইতে আপনারা মধুপুর আদিবাসীরা অনেক ভালো আছেন।

চেয়ারম্যান খান বলেন, প্রধান মন্ত্রীকে ধন্যবাদ তিনি আপনাদের কথা চিন্তা করে প্রতি বছর এভাবে ব্যক্তি উন্নয়নের জন্য অনুদান দিয়ে যাচ্ছেন।

উপকারভোগীরা বলেন, এই সময় আমাদের অর্থের খুবই প্রয়োজন ছিল। ধান কাটার মৌসুমে এই অর্থ অনেক উপকারে আসবে।

সাধুপাড়া থেকে আসা গৃহিনী প্রেমলা রাংসা (৩০) বলেন, এই টাকা দিয়ে আমি আমার ছেলেদের জন্য একটি সাইকেল কিনে দিব। ৮ কিলোমিটার রাস্তা হেঁটে আমার ছেলে পীরগাছা স্কুলে যায়। এখন আর হাঁটা লাগবে না।

চাকরী জীবি বিপুল মৃ (৪৩) বলেন, এই টাকা দিয়ে একজন মানুষের মানোন্নয় কি হওয়া সম্ভব? আজকে পাঁচ হাজার টাকা পেলাম, কালই শেষ। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এলাকায় বিভিন্ন সংগঠনের নেতা-নেত্রীবৃন্দের সঙ্গে আলোচনা করে আমাদের কর্মমুখী জীবন উন্নয়নের ক্ষেত্রে, হস্তশিল্পের ট্রেনিং সেন্টার অথবা আদিবাসী এলাকায় স্কুল করে দিতেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের চাকুরী নিশ্চিত করে দিতেন, তাহলেই আমাদের জীবনমান উন্নয়ন করা সম্ভব হতো।

ট্রাইবাল চেয়ারম্যান ইউলাম দাজেল ডিসিনিউজকে বলেন, আমরা চেষ্টা করব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে বেকার যুবক-যুবতীদের জীবনমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা।

আরবি/আরপি/৬ মে, ২০১৭