ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ একজন শিক্ষকের ফটোকপি তার শিক্ষার্থী : বনপাড়ায় শিক্ষা সেমিনার

একজন শিক্ষকের ফটোকপি তার শিক্ষার্থী : বনপাড়ায় শিক্ষা সেমিনার

0
628

রাজশাহী র্ধমপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ার স্কুলে-কলেজ পর্যায়ে সকল শিক্ষকদের নিয়ে ৫ মে নাটোরের বন পাড়া সেন্টার যোসেফ স্কুল এন্ড কলেজে শিক্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী অঞ্চলের যুব ও শিক্ষক গঠন কর্মসূচি এবং রাজশাহী র্ধমপ্রদেশীয় শিক্ষা কমিশনের আয়োজনে বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ফাদার নবীন পিউস কস্তার স্বাগত বাণী দিয়ে সেমিনার শুরু হয়। সেমিনারে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেনিস সি বাস্কে, রাজশাহী র্ধমপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি ফাদার পল গোমেজ এবং শিক্ষা কমিশনের সদস্য ফাদার দিলীপ এস কস্তা।

শিক্ষকতায় ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে ফাদার দিলীপ বলেন, শ্রদ্ধা, নমস্কার শিক্ষকের জন্য। শিক্ষক হলেন আজীবন শিক্ষক। তিনি নিজে শিখেন, অন্যকে শিখান। একজন মহৎ শিক্ষক উৎসাহ ও অনুপ্রেরণা দেন। একজন শিক্ষকের ফটোকপি তার শিক্ষার্থী। শিক্ষক যদি মূল্যবোধ ও নৈতিকতায় উদ্ধুদ্ধ হয়ে শিক্ষাদান করেন তবে শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ ও নৈতিকতার জ্ঞান অর্জন হবে ।

18361897_421569308218597_2018987647_oশিক্ষা পরিচালনায় কাথলিক মণ্ডলীর লক্ষ্য সম্পর্কে ফাদার পল বলেন, কাথলিক মন্ডলী পরিচালিত স্কুলগুলো ছাএছাত্রীদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তোলে। এর ফলে পরবর্তীতে কর্মজীবনে তারা অবদান রাখতে পারে।

তিনি আরো বলেন, বর্তমান মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষার্থী প্রয়োজন ।

শিক্ষা পরামর্শ ও ব্যবস্থাপনা প্রসঙ্গে বনপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার লাজারুশ  বলেন, মিশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হলো পথ ও জীবন অনুসারে মানুষকে একটি সম্পর্কময় মানব ব্যক্তি রূপে নৈতিক মূল্যবোধের গঠনদান। জ্ঞানী ও বিবেকবান মানুষ, দরদি, দায়িত্বশীল এবং কর্মকৌশলী ব্যক্তি এই চারটি মানবীয় উদ্দেশে প্রতিষ্ঠানগুলো শিক্ষাদান করে থাকে ।

আরবি/আরপি/ ৬ মে, ২০১৭