শিরোনাম :
বিসিএসএম’র ২০তম জাতীয় ছাত্র সমাবেশ
“পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি।” মূলসুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কাথলিক স্টুডেন্টস্ মুভমেন্ট (বিসিএসএম) এর ২০তম জাতীয় ছাত্র সমাবেশ।
৪-৬ মে, সাভারের বিসিআর সেন্টারে সারা বাংলাদেশের ৫৫ জন প্রতিনিধি এতে অংশ নেয়। সমাবেশে বিসিএসএম’র গঠনতন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
সমাবেশে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন এপিসকপাল যুব কমিশনের চেয়ারম্যান বিশপ সুব্রত হাওলাদার সিএসসি, জাতীয় যুব সমন্বয়কারী ও বিসিএসএম এর জাতীয় চ্যাপলেইন ব্রাদার উজ্জল প্লাসিড পেরেরা সিএসসি এবং সিষ্টার ব্রিজিতা এসএমআরএ।
সমাবেশে আগের কার্যকরী পরিষদ বিলুপ্ত করে দুই বছরের জন্য ২০১৭-১৯ নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন উইলিয়াম নকরেক ও শশী সিলভেস্টার পিরিজ, সাংগঠনিক সম্পাদক দীপন গমেজ, কোষাধ্যক্ষ মারিয়া গ্রেস সরকার, প্রকাশনা সম্পাদক আশীষ দিও, সদস্য ইম্মানুয়েল শুভ কুজুর ও দিশা মেরী গমেজ।
বাংলাদেশ কাথলিক স্টুডেন্টস মুভমেন্ট (বিসিএসএম) বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী (সিবিসিবি) কর্তৃক অনুমোদিত একমাত্র কাথলিক ছাত্র আন্দোলন যা সারা বাংলাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আত্মবিকাশে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিসিএসএম আন্তর্জাতিক কাথলিক ছাত্র আন্দোলন (IMCS) এর পূর্ণ সদস্য যা ‘ইউনেস্কো’র (UNESCO) পদমর্যাদা-বি (Status-B) ও জাতিসংঘের (UNITED NATIONS) ‘ইকোসক’ (ECOSOC) এর পদমর্যাদা (Status-B) হিসেবে স্বীকৃত।
আরবি/আরপি/৬ মে, ২০১৭