ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফৈলজানা ওয়াইএমসি’র বার্ষিক সাধারণ

ফৈলজানা ওয়াইএমসি’র বার্ষিক সাধারণ

0
280

ফৈলজানা ওয়াইএমসি’র ২৭তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয় সংগঠনের কার্যালয়ে।

৫ মে (শুক্রবার) সংগঠনের সদস্যদের নিয়ে এই বার্ষিক সাধারন সভা এবং সংবর্ধনা অুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়াইএমসি’র জাতীয় পরিষদের নব নির্বাচিত প্রেসিডেন্ট দিলীপ মারান্ডী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া ওয়াইএমসি’র প্রেসিডেন্ট বার্নাড তমাল মন্ডল, ফৈলজানা ওয়াইএমসি’র উপদেষ্টা ফাদার প্রদীপ জে কস্তা, ফৈলজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজাদ হোসেন প্রমুখ।

সভার শুরুতে উপদেষ্টা পরিষদের সভাপতি ফাদার প্রদীপ ৪জন সহযোগী সদস্যকে পূর্ণ সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বাংলাদেশ ওয়াইএমসি’র জাতীয় পরিষদের নব নির্বাচিত প্রেসিডেন্ট মারান্ডী ও ভাইস প্রসিডেন্ট গগণ রোজারিওকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

সভায় ২০১৪-১৬ অর্থ বছরের সম্পাদিত বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পাঠ, অনুমোদন এবং ২০১৪ -১৫ অনুমোদিত, ২০১৪-১৬ সংশোধিত এবং ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত আয় ব্যয় বাজেট পাঠ, আলোচনা, অনুমোদন করা হয়।

এ দিন ফৈলজানা ওয়াইএমসি’র কার্যনির্বাহী পরিষদের ৪টি শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। চার জনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী ৩ বছরের জন্য গগণ রোজারিও, মাখন কস্তা, চিত্ত ক্রুশ ও সুশীল ডি’ কস্তা সদস্য নির্বাচিত হন।

অনুষ্ঠানে ফাদার প্রদীপ বলেন, ‘ফৈলজানার মতো প্রত্যন্ত অঞ্চলে এমন একটি সংগঠন ১৮৪৪ সাল থেকে কাজ করে যাচ্ছে। এতে আমি খুব আনন্দিত! আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

প্রধান অতিথি মারান্ডী বলেন, ফৈলজানা যেহেতু পল্লী এলাকা, তাই এখানে সদস্য কম। সভাপতি হওয়ার পর এখানে এটাই প্রথম ভিজিট। ভবিষ্যতে ফৈলজানার সাথে সুসম্পর্ক বজায় থাকবে।

আরবি/ আরপি/ ৬ মে, ২০১৭