ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সততার ছাপ যেন স্বার্থবাদী কেউ নষ্ট করতে না পারে

সততার ছাপ যেন স্বার্থবাদী কেউ নষ্ট করতে না পারে

0
372

ডিসিনিউজ : ‘বর্তমান প্রেসিডেন্ট একজন শিক্ষিত এবং চ্যালেঞ্জগ্রহণ করার মনমানসিকতা গ্রহণকারী প্রতিনিধি। তার সময়ে ক্রেডিটের যে উন্নয়ন সাধিত হয়েছে যা, বিগত সময়গুলোতে হয়নি। বর্তমানে যে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে তা যদি বেহাত হয় তবে সেই অগ্রযাত্রা ব্যহত হবে’ নদ্দা শিক্ষা সেমিনারে বলেন বক্তারা।

২৮ অক্টোবর, শুক্রবার নদ্দা, কালাচাঁদপুর সন্ধ্যা সাত টায় ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, হা্উজিং সোসাইটির সেক্রেটারি বাপ্পী মন্ডলসহ ঢাকা ক্রেডিটের কর্মকর্তা, নদ্দা এলাকার প্রতিনিধি এবং অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।nodda-03

এসময়ে বক্তারা ক্রেডিটের উন্নয়নমুখী বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রসংশা করেন। তারা বলেন, বর্তমান বোর্ড ঢাকা ক্রেডিটকে উচ্চতার মার্গে নিয়ে গেছেন। তারা নিজেদের সার্থ ত্যাগ করে ঢাকা ক্রেডিটের উন্নয়নের যে ধারা রচনা করেছেন, তা সকলের জন্য মঙ্গল বয়ে আনছে। বিভিন্ন কার্যক্রম নিয়ে তারা বলেন, ঢাকা ক্রেডিট এখন ঋণ কার্যক্রম নিয়ে কাজ করছে না, ঢাকা ক্রেডিট জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করছে।

জনসাধারণের সম্পৃক্ততা নিয়ে তারা বলেন, শুধু ক্রেডিটের কমকর্তারাই কাজ করছে না, তাদের বিভিন্ন কার্যক্রমে জনসাধারণের একটা অংশগ্রহণ সর্বদাই নিশ্চিত করছে। বিভিন্ন সময়ে প্রকল্প পরিচালনার সময় তারা জনসাধারণের মতামত নিয়ে, পরিকল্পনা সামনের দিকে এগিয়ে নেয়।

এসময় জনসাধারণ বিভিন্ন উন্নয়নমুখী দাবি তুলে ধরেন এবং বোর্ড সেই সকল দাবিগুলো পর্যায়ক্রমে সার্ভে করে প্রণয়নের আশ্বাস দেন। অনুষ্ঠানে জনগণ বর্তমান বোর্ডকে আবারো পরিচালনায় দেখতে চায় বলে দাবি উত্থাপন করেন। এ বিষয়ে তারা বলেন, ঢাকা ক্রেডিটে যে সততার ছাপ রেখে যাচ্ছে, তা যেন দুনীর্তি পরায়ন কেউ নষ্ট করতে না পারে। কারো সার্থবাদী ক্ষমতা দখলকে সবাই মিলে প্রতিহত করবে বলে তারা উল্লেখ করেন।

আরবি/আরপি- ২৮ অক্টোবর, ২০১৬