শিরোনাম :
ধরেন্ডা মিশন তরুন সংঘের সাংগঠনিক কর্মশালা
‘নিজেকে বহির্প্রকাশ ঘটানোর জায়গা যুব সংগঠন। জীবনের পরিবর্তনের জন্য ছাত্র/ তরুন সংগঠনের প্রয়োজন রয়েছে’ বলে মন্তব্য করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুজ গমেজ।
“আদর্শ নেতৃত্ব গঠনে যুব সংগঠনের ভূমিকা” মূলসুরে, বুধবার (১০ মে) তরুন-তরুনীদের অংশগ্রহণে ধরেন্ডা পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের হলে (যোসেফ গির্জা প্রাঙ্গন) সংগঠনিক কর্মশালার আয়োজন করে ধরেন্ডা মিশন তরুন সংঘ।
কর্মশালার প্রধান বক্তা ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট গমেজ।
প্রেসিডেন্ট গমেজ বক্তব্যে আরো বলেন, সংগঠন বেঁচে থাকে তার প্রয়োজনীয়তায়, যুগের সাথে কর্মসূচি বা কার্যক্রম অব্যাহত না রাখতে পারলে সংগঠন টিকে থাকতে পারে না। নেতা তার অনুসারীদের পরিচালিত করে অগ্রগামীর পথে।
প্রেসিডেন্ট গমেজ নিজের বাস্তব জীবনের বিভিন্ন উদাহরন দিয়ে তরুনদের মাঝে নেতৃত্ব ও সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তরুনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, ধরেন্ডা ক্রেডিটের প্রেসিডেন্ট, ধর্মপল্লীর ফাদারসহ আরো অনেকে।
৪টি গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত ধরেন্ডা মিশন তরুন সংঘ।
আরবি/আরপি/১১ মে, ২০১৭