ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

বিজ্ঞপ্তি

0
1358
পাদ্রীশিবপুর খ্রিস্টান যুব সংঘ, ঢাকা

“নির্বাচন ২০১৭ ও নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি”

এতদ্বারা এই মর্মে বিজ্ঞপ্তি প্রদান করা যাচ্ছে যে, আগামী ৩০শে জুন ২০১৭ ইং তারিখ, রোজ শুক্রবার, বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় এর হলরুমে, পাদ্রীশিবপুর খ্রিস্টান যুব সংঘ, ঢাকা এর ৫ম বার্ষিক সাধারণ সভা (দ্বিবার্ষিক) ও নির্বাচন ২০১৭ অনুষ্ঠিত হবে ।

উক্ত বার্ষিক সাধারন সভাটি বিকাল ০৪.০০ ঘটিকা থেকে শুরু হয়ে বিকালের নাস্তা যোগে সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত চলবে। উক্ত সভার পরপরই সংঘের নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংঘের সংবিধানের “ধারা-১৪ এর ক, খ, গ” অনুযায়ী, গত ৫ই মে ২০১৭ ইং তারিখের মাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ০৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।

নির্বাচন কমিশনের সদস্যগণ হলেনঃ

১) মিঃ ডমিনিক লেলিন গোমেজ –   প্রধান নির্বাচন কমিশনার

২) মিঃ জর্জ টি. ডি’কস্তা –     সদস্য

৩) মিঃ ডমিনিক লিটু ডি’রোজারিও –      সদস্য

এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি ।

ধন্যবাদান্তে,

 

মাইকেল লিয়ার্ড গোমেজ

সাধারণ সম্পাদক

পি. সি. জে. এস. ঢাকা।