ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তেজগাঁওয়ে বিশ্ব মা দিবস পালন

তেজগাঁওয়ে বিশ্ব মা দিবস পালন

0
295

রবিবার (১৪ মে) সন্ধ্যায় পবিত্র জপমালা রাণীর গির্জায় “বিশ্ব মা দিবস” পালন করা হয়।

তেজগাঁও গির্জায় বরিবারের খ্রিষ্টযাগগুলো বিশ্বের সকল মায়েদের উৎস্বর্গসহ এবং তাঁদের সুস¦াস্থ্য কামনা করে প্রার্থনা করা হয়। এ সময়ে গীর্জায় মা নিয়ে ২ টি ভিডিও প্রদর্শিত হয়।

সন্ধ্যার খ্রিষ্টযাগে ফাদার রিপন উপদেশে মা, পরিবার ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, পরিবারের মধ্যে যে বিষয়গুলো থাকা দরকার তা হলো; যোগাযোগ, সময়, সম্মান, সমর্থন ইত্যাদি। আর এগুলোর প্রধান ভূমিকা পালন করে মা।

তিনি বলেন, মা সন্তানের আলোর দিশারী এবং মায়ের আত্মত্যাগেই সন্তান।

এ দিন মায়েরা ডিসিনিউজকে বলেন, একজন মা সংসারের ভালমন্দ নিয়ে ভাবে। মায়ের উপর পরিবারের আদর্শ এবং সন্তানের ভবিষ্যৎ মূল্যবোধ নির্ভর করে।

তাঁরা আরো উল্লেখ করেন, বর্তমানে মায়েরাই বাসায় সন্ধ্যার সময় টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাহলে তাদের সন্তানেরাই বা কি করবে। সন্ধ্যায় ছেলেমেয়েদের নিয়ে প্রার্থনা, খাবার টেবিলে মূলবোধসম্পন্ন আলোচনা না করে, তারা সিরিয়াল ব্যধিতে আক্রান্ত হয়ে পড়েছে। আর এই ভাইরাসে তার ছেলেমেয়েরাও আক্রান্ত হয়ে পড়ছে। তাই সকল মায়েদের সচেতন হয়ে পরিবারের দিকে নজর দেওয়া উচিত।

আরবি/আরপি/ ১৫ মে, ২০১৭