ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সেইফ প্রকল্পের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা

সেইফ প্রকল্পের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা

0
827

‘সেইফ প্রকল্প দেশের সুবিধা বঞ্চিত শিশু, কিশোর, নারীসহ সকল মানুষদের জন্য কাজ করে’ প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালায় বলেন কারিতাস ঢাকা অঞ্চলের ডিএমডি কর্মসূচী কর্মকর্তা জন স্বপন গমেজ।

মঙ্গলবার সকাল ১১ টায় ফার্মগেট, তেজকুনীপাড়ায় কারিতাস বাংলাদেশের সেইফ প্রকল্পের আয়োজনে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভাপতি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন কর্মকর্তা জন স্বপন। এ সময় আরো উপস্থিত ছিলেন সেইফ প্রকল্পের ইনচার্জ আরিফা নাজনীন আশরাফী রূপালী, প্রকল্পের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারী ডা. এডুয়ার্ড পল্লব রোজারিওসহ প্রকল্পের কর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

01কর্মশালায় কর্মকর্তা জন স্বপন বলেন, যারা সুবিধা বঞ্চিত তাদের নিয়ে কারিতাস বাংলাদেশের সেইফ প্রকল্প কাজ করে যাচ্ছে। আজকের কর্মশালা উদ্দেশ্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মিলে কিভাবে আরো ভাল কাজ করা যায়।

তিনি উল্লেখ করেন, কারিতাসের মূলমন্ত্র হলো ‘একা গড়ে না কেউ, গড়ে সকলে মিলে’, তাই আপনাদের সাথে নিয়েই আমরা কাজ করে যেতে চাই। তিনি বলেন, আজকের কর্মশালায় আমরা শেয়ারিংয়ের মাধ্যমে অনেককিছু বিনিময় করবো।

কর্মশালা সম্পর্কে ডা. এডুয়ার্ড বলেন, আজকে কর্মশালার উদ্দেশ্য হলো বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠানের সাথে একাত্ম হয়ে যেন ভালভাবে সেবামূলক কাজ পরিচালনা করা যায়। সেইফ প্রকল্প সুবিধা বঞ্চিত শিশু, কিশোর, নারী, গৃহকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছে। আজকের কর্মাশায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

03তিনি জানান, মূলত পিছিয়ে পড়া বস্তিবাসী, গৃহকর্মী, নির্যাতিত নারী-শিশুরা জানে না তাদের অধিকার সম্পর্কে। তারা স্বাস্থ্য সম্পর্কেও এতটা সচেতন নয়। এছাড়াও তারা জানে না, বিভিন্ন হাসপাতাল, বিশেষ করে সরকারী হাসপাতালে তাদের জন্য কি ধরনের সুবিধা রয়েছে। আজকের প্রতিনিধিরা সেই সকল ভুক্তভোগিদের তাদের অধিকার এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে পরবর্তীতে ধারনা দিবেন।

কর্মশালায় সেইফ প্রকল্পের দ্বিতীয় ধাপের লক্ষ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নিজ নিজ প্রতিষ্ঠানের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান বিষয়েও আলোচনা করা হয়।

সেইফ প্রকল্প ঘুরে দেখা যায় বিভিন্ন ভুক্তভোগিদের সেবা প্রদানের চিত্র। সেখানে চিকিৎসার সহায়তা নিতে আসা সখিনা খাতুন (৪০) চোখের চিকিৎসা নিতে আসেন। তিনি ৩দিন ধরে সেইফ প্রকল্প অফিসের আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।

ডিসিনিউজকে সখিনা খাতুন জানান, তার বাড়ি জামালপুরের নান্দিনায়। অল্প বয়সে পারিবাকিভাবে তার বিয়ে হয়। কিন্তু তিনি যখন সন্তান সম্ভবা হয়ে হাসপাতালে তখন তার স্বামী তাকে ফেলে চলে যায়। আর সখিনা খাতুনের বাচ্চাও গর্ভাবস্থায় মারা যায়। স্বামী চলে যাবার পর সখিনা খাতুনের আর খোঁজ নেয়নি। নিজের ভিটেও দখল করে নেয় সখিনা খাতুনের চাচাতো ভাইয়েরা। জীবনের তাগিয়ে পাড়ি জমান ঢাকায়। জীবিকার খুঁটি গাড়েন কাওরান বাজার থেকে তেজকুনী পাড়া। দ্বিতীয় বারও বসেননি বিয়ে পিড়িতে।

কাওরান বাজার থেকে সবজি এনে তেজকুনীপাড়ায় বিক্রি করে দৈনিক দেড় থেকে দুই শ টাকা উপার্জন করেন সখিনা। তা দিয়েই তার খাওয়া-দাওয়া এবং অন্যান্য খরচ। দীর্ঘ দিন ধরে চোখের ছানি সমস্যায় ভুগছিলেন। অর্থাকষ্টে চিকিৎসা করাতে পারছিলেন না। এ সময় সখিনার পাশে গিয়ে দাঁড়ায় সেবামূলক প্রতিষ্ঠান সেইফ প্রকল্প। তার চোখের চিকিৎসা করানোর পর, তিনি এখন অনেকটা সুস্থ্য বলে জানান সখিনা।

এভাবেই বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে কারিতাস বাংলাদেশের সেইফ প্রকল্প, সেখানে মানবতা বার বার মানবতার সেবা করে যাচ্ছে।

আরবি/আরপি/ ১৬ মে, ২০১৭