ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড সেবা পক্ষ ২০১৭ উপলক্ষে খেলাপী ঋণ আদায়ে বিভিন্ন সুবিধা প্রদান সংক্রান্ত বিশেষ...

সেবা পক্ষ ২০১৭ উপলক্ষে খেলাপী ঋণ আদায়ে বিভিন্ন সুবিধা প্রদান সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

0
275

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ১১ মে, ২০১৭ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত সমিতির ৭ম যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক সমিতির সেবা পক্ষ ২০১৭ উপলক্ষে খেলাপী ঋণ আদায়ে নিম্নলিখিত সুবিধাসমূহ প্রদান করা হবে।

১। খেলাপী ঋণ এককালীন পরিশোধে ১০০% জরিমানা মওকুফ করা।
২। খেলাপী ঋণের সম্পূর্ণ বকেয়া টাকা পরিশোধ করলে ৫০% জরিমানা মওকুফ করা।
৩। খেলাপী ঋণ পুনঃতফশীল করলে ৫০% জরিমানা মওকুফ করা হবে যা ঋণ পরিশোধের শেষ কিস্তিতে সমন্বয় করা হবে।
৪। খেলাপী ঋণে বকেয়া সুদ ফ্রিজ করে রেখে জরিমানা, চলতি মাসের সুদ ও সদস্যদের সামর্থ অনুসারে কিস্তি প্রদান করা।
৫। রিলিজের ক্ষেত্রে, শুধু মাত্র ঋণের অংশ নিয়ে রিলিজ করা।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

 

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ,

ঢাকারেভাঃ ফাঃ চার্লস জে. ইয়াং ভবন, ১৭৩/১/এ, পূর্ব তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫
ফোন: ৯১২৩৭৬৪, ৯১৩৯৯০১-২, ৫৮১৫২৬৪০, ৫৮১৫৩৩১৬, ফ্যাক্সঃ ৮৮-০২-৯১৪৩০৭৯