ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শাহবাগে কয়েক দফায় সংঘর্ষ

শাহবাগে কয়েক দফায় সংঘর্ষ

0
337

রাজধানীর শাহবাগে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাঁচ দফা দাবিতে আন্দোলনরত মেডিকেল অ্যাসিসটেন্স ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থী এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ফি ৫ গুণ বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে আন্দোলনরত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মীরা ঢাকার শাহবাগে পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষে জড়িয়ে পড়েছে

Sahabagh-(7)বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর প্রথমে ম্যাটস শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে টিএসসি মোড় থেকে শাহবাগ পর্যন্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।

এ সময় পুলিশের জল কামান ও টিয়ার শেলের জবাবে ম্যাট আন্দোলনকারীদের ঢিল ছুড়তে দেখা যায়।

প্রায় দেড় ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলেও বেলা দেড়টা দিকে ওই রাস্তা দিয়ে মিছিল নিয়ে আসা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মীদের পুলিশ বাধা দিলে আবারও সংঘর্ষ শুরু হয়।

সেখানে অবস্থানরত ম্যাটস শিক্ষার্থীরাও সে সময় সংঘর্ষে যোগ দেয়।

সংঘর্ষকালে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও আন্দোলকরীরা জানান।

আরবি/ আরপি/ ১৮ মে, ২০১৭