ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ভাল ফলাফল অর্জনকারী বি-সেভার্সদের সংবর্ধনা

ভাল ফলাফল অর্জনকারী বি-সেভার্সদের সংবর্ধনা

0
423

পিএসসি ও জেএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারীদের অভিনন্দন জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

শনিবার (২০ মে), বিকাল ৬টায় মনিপুরি পাড়ায় ঢাকা ক্রেডিটের সেবাকেন্দ্রে কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদানকালে তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। ঢাকা ক্রেডিটের বি-সেভার্স ও স্মার্ট সেভার্সের ছেলেমেয়েদের এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদানকালে প্রেসিডেন্ট গমেজ বলেন, তোমাদের স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই সংবর্ধনার আয়োজন। তোমরা আজ যে সাফল্য অর্জন করেছ, তাতে আমরা অনেক আনন্দিত।

তিনি আরো বলেন, তোমাদের পাশে সব সময় ঢাকা ক্রেডিট রয়েছে এবং থাকবে। তোমাদের পড়াশুনা, জীবন গঠনসহ যাবতীয় বিষয়ে ঢাকা ক্রেডিট কাজ করে যাচ্ছে। তোমরা একদিন অনেক বড় হবে, এমনকি তোমরাই একদিন ঢাকা ক্রেডিটসহ বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিবে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শিরেন সিলভেস্টার গমেজ, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ, ক্রেডিট কমিটি এবং সুপারভাইজরি কমিটির সদস্যগণসহ অভিভাবক মন্ডলী এবং ছেলেমেয়েরা।

এ সময় শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসিডেন্ট এবং অতিথিরা।

আরবি/আরপি/ ২১ মে, ২০১৭