ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বীর মুক্তিযোদ্ধা সমর লুইস ডি’কস্তার মহাপ্রয়াণ

বীর মুক্তিযোদ্ধা সমর লুইস ডি’কস্তার মহাপ্রয়াণ

0
351

বীর মুক্তিযোদ্ধা সমর লুইস ডি’কস্তা রোববার (২১ মে) ঢাকায় তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২২ মে, তুমিলিয়া সাধু যোহনের গির্জায় তাঁর আত্মার কল্যাণ প্রার্থনা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ধর্মপল্লীর কবরস্থানে সমাহিত করা হয়। তাঁর শেষ কৃত্যানুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সুশিল সমাজের ব্যক্তিবর্গসহ বন্ধু মহলের বিভিন্ন জন উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা সমরের সমাধীতে এ দিন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। এছাড়াও ঢাকা খ্রিষ্টান হাউজিং সোসাইটি, বিভিন্ন সংগঠন, ক্রেডিট ইউনিয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সমর লুইস ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের একজন সাহসী যোদ্ধা। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহসিকতার সাথে শত্রুদের মোকাবেলা করেছেন। তাঁর অবদানের কথা জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে।

আরবি/আরপি/ ২৩ মে, ২০১৭