ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড সাধারণ সি সি (ক্রেডিট সিলিং) লোন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

সাধারণ সি সি (ক্রেডিট সিলিং) লোন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

0
6368

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ১১ মে, ২০১৭ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত সমিতির পরিচালকমন্ডলী, ক্রেডিট ও সুপারভাইজরি কমিটির ৭ম যৌথ সভায় সমিতির সাধারণ সি সি (ক্রেডিট সিলিং) লোনের নীতিমালায় নিম্নলিখিত বিষয়সমূহ সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয় যা ১৪ মে, ২০১৭ খ্রীষ্টাব্দ থেকে কার্যকর করা হবে।

০১। কমপক্ষে ৩টি সাধারণ ঋণ নিয়ে নিয়মিত পরিশোক করা হলে সাধারণ সি সি ঋণ গ্রহণ করা যাবে।
০২। চলমান সাধারণ ঋণটি কমপক্ষে ১বৎসর নিয়মিত পরিশোধ করার পর সাধারণ সি সি ঋণ গ্রহণ করা যাবে।
০৩। সাধারণ সি সি ঋণে প্রতিমাসে সুদ প্রদান করতে হবে।

উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি

সমবায়ী শুভেচ্ছান্তে,

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা
রেভাঃ ফাঃ চার্লস জে. ইয়াং ভবন, ১৭৩/১/এ, পূর্ব তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫
ফোন: ৯১২৩৭৬৪, ৯১৩৯৯০১-২, ৫৮১৫২৬৪০, ৫৮১৫৩৩১৬, ফ্যাক্সঃ ৮৮-০২-৯১৪৩০৭৯
ই-মেইল ঃ cccu.ltd@gmail.com, ওয়েব সাইট ঃ www.cccul.com
অনলাইন নিউজ :www.dcnewsbd.com অনলাইন টিভি: dctvbd.com