ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড বানিয়ারচর কাথলিক চার্চে বোমা হামলা ও নাটোরে সুনীল গমেজ হত্যাকান্ডের বিচারের দাবীতে...

বানিয়ারচর কাথলিক চার্চে বোমা হামলা ও নাটোরে সুনীল গমেজ হত্যাকান্ডের বিচারের দাবীতে প্রতিবাদ ও স্মরণ সভা

0
687

॥ জেগে উঠুক মানবতা; বন্ধ হউক সকল হত্যাকান্ড ॥

বানিয়ারচর কাথলিক চার্চে বোমা হামলা ও নাটোরে সুনীল গমেজ হত্যাকান্ডের বিচারের দাবীতে
প্রতিবাদ ও স্মরণ সভা
প্রিয় সুধী,
আপনারা অবগত আছেন যে, ২০০১ খ্রিস্টাব্দের ৩ জুন সকাল ৭টা ৩০ মিনিটে, গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানাধীন বানিয়ারচর ক্যাথলিক চার্চে রবিবাসরীয় খ্রীষ্টযাগ চলাকালীন সময়ে জঙ্গীদের নিশংস বোমা হামলায় ১০ জন নিরীহ খ্রীষ্টভক্ত নিহত ও ২৬ জন গুরুতর আহত হয়েছিল। এ জঘন্য এ বোমা হামলায় সেদিন যাঁরা নিহত হয়েছিলেন তাঁরা হলেন- মাইকেল মল্লিক, মনমথ শিকদার, পিতর সাহা, অমর বিশ্বাস, বিনোদ দাশ, জ্যোতিষ বিশ্বাস, সুমন হালদার, ঝিন্টু মন্ডল, রড্রিক যেত্রা ও সঞ্জিবন বাড়ৈ।

অপরদিকে গত ৫ জুন, ২০১৬ খ্রিস্টাব্দে নাটোর জেলার বনপাড়া ধর্মপল্লীর বনপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী সুনীল গমেজকে মৌলবাদী জঙ্গীরা নিশংসভাবে হত্যা করেছে।

এই হত্যাকান্ডগুলির প্রতিবাদ, স্মরণ ও দ্রুত বিচারের দাবীতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন আগামী ২রা জুন, ২০১৭ খ্রিস্টাব্দ, রোজ-শুক্রবার, বিকাল ৪:০০ ঘটিকায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ ও স্মরণ সভার আয়োজন করেছে। উক্ত প্রতিবাদ ও স্মরণ সভায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অংশগ্রহনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
প্রতিবাদ ও স্মরণ সভা
২রা জুন, ২০১৭ খ্রিস্টাব্দ, রোজ-শুক্রবার, বিকাল ৪:০০ মি:
কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।

শুভেচ্ছান্তে,

নির্মল রোজারিও 
সভাপতি

হেমন্ত আ্ই কোড়াইয়া

মহাসচিব

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন