ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ইউনাইটেড ফোরাম অব চার্চেস, বাংলাদেশের “অল খ্রিষ্টিয়ান কনফারেন্স”

ইউনাইটেড ফোরাম অব চার্চেস, বাংলাদেশের “অল খ্রিষ্টিয়ান কনফারেন্স”

0
466

খ্রিষ্টের মধ্যস্তাতায় এক হওয়া মূল সুরে ২৭ মে (শনিবার) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী কেন্দে(ঈইঈই)্র, ইউনাইটেড ফোরাম অব চার্চেস, বাংলাদেশের আয়োজনে অল খ্রীষ্টিয়ান কনফারেন্স অনুষ্ঠিত হয়। বাণী আরাধনার মধ্য দিয়ে শুরু অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও বললেন, বাংলাদেশ থেকে প্রথম কার্ডিনাল হওয়া, ঈশ্বরের একটি দান এবং পোপের বিশেষ ভালবাসা। কার্ডিনাল হওয়ার পরে এটা আমার প্রথম সম্মলেন। এর আগের ৪টি সম্মেলনেও আমি ছিলাম। এ সময় তিনি আগের ৪টি সম্মেলন নিয়ে সংক্ষেপে আলোচনা করেন।

01মূল বক্তাদের মধ্যে প্রথমে ঢাকা সহকারী অবসরপ্রাপ্ত বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি আধ্যাত্মিকতা হল “এক হওয়া” (যোহন ১৭:১-২৬) নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, একা কেউ এক হতে পারেনা, সকলে মিলেই এক হয়। যেমন ত্রিব্যক্তিতে “মিলন ও একাত্মতার সত্তা” তিনি একক নন, ববং একাত্ম হয়ে এক। আদিতে সৃষ্টির মাঝে ঈশ্বর, মানুষ ও সমগ্র সৃষ্টির মাঝে একাত্মতার বীজ রোপিত হয়েছে।

তিনি আরো বলেন, একটি পরিবার নিজ নামের পরিচয় আমরা “একক” তবে স্বামী- স্ত্রী, পিতা- মাতা- সন্তান ও ভাই- বোন। এই পারস্পরিক সম্পর্কে জীবন হওয়া ও জীবন যাপন করা মানবের জন্য কঠিন আত্মিক ‘পরিশ্রম’ যা পথ মাঝে ‘দয়া’ হয়ে প্রকাশ এবং গৃহ তলে ‘প্রেম’ হয়ে বিকশিত হয়।

তেজস শঙ্কর দাশ খ্রিষ্টীয় মন্ডলীর মধ্যে একতার অভিজ্ঞতা নিয়ে আলোচনায় বলেন, আমার মনে হয় খ্রিষ্টমন্ডলীর শত্রু এখন আমাদের ঘরের ভিতর থেকেই তৈরি হচ্ছে অথবা এসে গেছে। বাইরের শত্রু আমাদের দেহ হয়তো ধ্বংস করতে পারবে, কিন্তু আমাদের বিশ্বাস বা আত্মা ধ্বংস করতে পারবে না।

তিনি বলেন, এতদিন এই খ্রিষ্টান সমাজ এ দেশের নৈতিক মানদন্ডের একটা ভীত তৈরি করেছে, সেটার ক্ষয়ের লক্ষণ বেশ স্পষ্টভাবে এখন দেখা দিচ্ছে, যা মোটেই শুভ লক্ষণ নয়।

ড. পিটার হালদার ‘খ্রিষ্টান ঐক্য আমাদের ভবিষতৎ’ নিয়ে বলেন, ‘আমাদের ঐক্য যদি ঐশ আত্মায় হয় তা মানুষের মাঝে প্রকাশিত হবেই। আমি দৃঢ় বিশ্বাশ করি আমাদের এই ঐক্য যদি খ্রিষ্টীয় আত্মার হয়ে থাকে তবে ভবিষ্যতে এর ফল আমাদের সন্তানরা ভোগ করবে এবং তারা দেশের স্তম্ভ, হবে জগৎ ও স্বর্গের যোগবন্ধন।

ঐক্য নিয়ে তিনি আরো বলেন, গোটা বিশ্বে আজ ঐক্যের অভাব, আর যে ঐক্য আমরা দেখছি তার মধ্যে নিজ নিজ স্বার্থ জড়িত বা লুকায়িত। কিন্তু বিশ্ব মানবে শান্তির জন্য ঐক্য দরকার, শুধু তাই নয় ভীষণ প্রয়োজনও।

এ সময় প্রশ্নোত্তরের মাধ্যমে বর্তমান খ্রিষ্টমন্ডলীর বিভিন্ন দিক এবং পরবর্তীতে সকলে মিলে একত্রে একটি সুন্দর ও আর্দশ মন্ডলী গঠন নিয়ে আলোচনা কর হয়।

অনুষ্ঠানে খ্রিষ্টান নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কার্ডিনাল প্যাট্রিক, ঢাকার সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, সিলেটের বিশপ বিজয় এন. ডি’ক্রুশ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, চার্চ অব বাংলাদেশের বিশপ, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, খ্রিষ্টান হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা এবং অনেক ফাদার, সিষ্টার, পালকগণসহ আরো অনেক নেতৃবৃন্দ।

আরবি/আরপি/২৮ মে, ২০১৭