ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ যুবক-যুবতীদের প্রাণোচ্ছ্বল অংশগ্রহণে ময়মনসিংহে শুরু হয়েছে খ্রিষ্টিয় গঠন প্রশিক্ষণ কোর্স

যুবক-যুবতীদের প্রাণোচ্ছ্বল অংশগ্রহণে ময়মনসিংহে শুরু হয়েছে খ্রিষ্টিয় গঠন প্রশিক্ষণ কোর্স

0
326
Exif_JPEG_420

“প্রাণবন্ত এশিয় যুব সমাজ : নানাবিধ কৃষ্টি-সংস্কৃতির মধ্যে মঙ্গলবাণীর রসে জীবন-যাপন” মূূলসুরে ময়মনসিংহ ধর্মপ্রদেশের জনপল হলরুমে শুরু হয়েছে এইচএসসি পাস শিক্ষার্থীদের খ্রিষ্টিয় গঠন প্রশিক্ষণ কোর্স। ২৮ মে থেকে কোর্সটি আগামী ৩ জুন পর্যন্ত চলবে।

প্রতি বছর ময়মনসিংহ কাথলিক যুব কমিশন এই কোর্সের আয়োজন করে থাকে।

Exif_JPEG_420

কোর্সে এই ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকে ১০৬ জন এইচএসসি শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সুন্দর ও সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য ১০জন সেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করছেন প্রশিক্ষণ কোর্সে।

মফস্বল থেকে আসা কন্ঠ পাঠাং বলেন “ময়মনসিংহ শহরে এই প্রথম এসেছি। প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত খুশি। ময়মনসিংহের মেডিকেল কলেজে এক্সপ্রজার ভিজিট করা আমার জন্যে একটি নতুন অভিজ্ঞতা।”

অন্যদিকে মরিয়মনগর ধর্মপল্লী থেকে আসা সতীর্থ চিরান বলেন, “এর আগেও আমার এই ধরনের সেমিনারে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু এই কোর্সটি আমার কাছে আরো আকর্ষণীয় মনে হয়।”

ময়মনসিংহ ধর্মপ্রদেশীয় যুব সমন্বয়কারী ফাদার বিজন কুবি বলেন, “খ্রিষ্টিয় গঠন প্রশিক্ষণ কোর্স’ মূলত যুবক-যুবতীদের জন্য আয়োজন করা হয়ে থাকে। যাতে তারা জীবন গঠনের ক্ষেত্রে সচেতনতা, নৈতিক শিক্ষা ও মূল্যবোধ অর্জন করতে পারে।”

আদিবাসী ফোরামের সম্পাদক সঞ্জীব দ্রং ‘গারো কৃষ্টি-সংস্কৃতি এবং গারো সমাজের অবস্থান’ বিষয়ে শিক্ষার্থীদের ক্লাশ নেন। তিনি গারো সংস্কৃতি চর্চা ও রক্ষার জন্য বর্তমান গারো প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে আহ্বান জানান।

কোর্সে প্রশিক্ষণের বিষয়গুলো ছিলো; আবেগ নিয়ন্ত্রণ, ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের বিকাশ ও মূল্যবোধ, নির্জন ধ্যান, খ্রিষ্টিয় নেতৃত্ব, মূল্যবোধ ও যুবগঠন, গারো কৃষ্টি-সংস্কৃতি ও গারো সমাজের অবস্থান, জীবন সহভাগিতা ও প্রার্থনা, সমাজ বিশ্লেষণ প্রভৃতি।

আরবি/আরপি/৩১মে, ২০১৭