ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ১৩ জানুয়ারী ২০২৫
বাংলা : ৩০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সমিতির স্বার্থবিরোধী কাজে জড়িত থাকায় দীপক-আব্রাহাম-ডেভিড ও এলবার্ট বহিষ্কার

সমিতির স্বার্থবিরোধী কাজে জড়িত থাকায় দীপক-আব্রাহাম-ডেভিড ও এলবার্ট বহিষ্কার

0
3409

সমিতির স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ঢাকা ক্রেডিটের চার সদস্যকে সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দীপক পিরিছ, আব্রাহাম গোমেজ, ডেভিড ফ্রান্সিস কোড়াইয়া ও এলবার্ট সরকার।
ঢাকা ক্রেডিটের ২০১৭-এর নির্বাচনকে কেন্দ্র করে তারা সমিতির নানাবিধ স্বার্থবিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত হন। সমিতির নিয়ম অনুসারে তাদের আত্মপক্ষ সমর্থনের যথেষ্ঠ সুযোগ প্রদানের পরও তাদের অসহযোগিতামূলক আচরণের এবং তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সমিতির স্বার্থবিরোধী কার্যক্রম সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সমবায় সমিতি আইন ও বিধিমালা ২০০৪-এর বিধি ১০(২) এবং সমিতির উপ-আইনের ৮(খ) ধারা মোতাবেক তাদের সদস্যপদ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

২০১৭ খ্রিষ্টাব্দের ৭ জুন ঢাকা ক্রেডিটের বর্তমান ব্যবস্থাপনা কমিটির বিশেষ বোর্ড সভায় বিস্তারিত আলোচনান্তে সর্বসন্মতিক্রমে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয় যা ৮ জুন ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর করা হয়।