ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিশিষ্ট অভিনয়শিল্পী, নির্দেশক প্রবীর ডি’কস্তার অকাল প্রয়াণ

বিশিষ্ট অভিনয়শিল্পী, নির্দেশক প্রবীর ডি’কস্তার অকাল প্রয়াণ

0
335
গোল চিহ্নিত ইগ্নাসিউস প্রবীর ডি’কস্তা

বাণীদীপ্তির বিশিষ্ট অভিনয়শিল্পী, নির্দেশক ইগ্নাসিউস প্রবীর ডি’কস্তা আর নেই।

১৩ জুন ভোর ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, স্ত্রী ও অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাণীদিপ্তীর অভিনয়শিল্পী, নির্দেশক ও ডাস্ট মাল্টিমিডিয়া বাংলাদেশের এক্সিকিউটিভ প্রোডিউসার ছনি মজেশ ডি’ রোজারিও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ‘বেশ কিছু দিন ধরে তিনি (প্রবীর) অসুস্থ ছিলেন। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় সোমাবার রাতে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মঙ্গলবার ভোর ৫ টায় মৃত্যুবরণ করেন।’

19114643_1115629888581766_2019628172_n১৯৬০ সালের ২৩ মার্চ নবাবগঞ্জ জেলার সোনাবাজু তুইতাল গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে মুলাসি কান্দা গ্রামে তিনি বাড়ি করেছেন। তিনি নবাবপুর জেলাতেই তাঁর শৈশব কাটান । মঞ্চ অভিনয় ও গ্রামের যাত্রা পালা দিয়েই তার অভিনয় জগতে প্রবেশ। এরপর আশির দশকের প্রথম দিকে নটর ডেম কলেজে অধ্যয়নরত অবস্থায় সাম্প্রতিক নাট্যগোষ্ঠীর সাথে যুক্ত হন।

কর্মজীবনে তিনি মেমোরি বেকারি ব্যবসার সাথে যুক্ত ছিলেন। পাশাপাশি অভিনয় শিল্পের সাথেও যুক্ত ছিলেন। জীবন ও জীবিকার তাগিদে ২০০৯ থেকে ২০১১ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবাসে (ইরাক-এ) অবস্থান করেন। দেশে প্রত্যাবর্তন করে তিনি আবারও সাংস্কৃতিক জগতের অভিনয় শিল্পের সাথে সখ্যতা গড়ে তোলেন। অনেক নাটকে অভিনয়ের সাথে সাথে তিনি ২০১৫ খ্রিস্টাব্দের ইস্টার সানডে অনুষ্ঠানের নির্দেশনাও প্রদান করেন। প্রবীর ডি’কস্তা অভিনীত উল্লেখযোগ্য টেলিফিল্মের মধ্যে রয়েছে ‘দ্যা ডার্ক’। এ ছাড়াও তিনি ছিলেন একজন সেতার বাদক। বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন সময়ে তিনি সেতার বাজিয়েছেন। উল্লেখ্য, তাঁর বাবা লরেন্স ডি’কস্তাও ছিলেন একজন বিখ্যাত সেতার বাদক। প্রবীর ডাস্ট মিডিয়া বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

বর্তমানে তাঁর মৃতদেহ স্কয়ার হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে তেজগাঁও-এর হলি রোজারি চার্চে সমাহিত করা হবে।

তাঁর এই মৃত্যুর সংবাদে খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্র ও বাণীদিপ্ত ‘র পরিচালক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও খ্রিস্টান সমাজের অভিনয় শিল্পী ও কলাকুশলীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরবি/আরপি/১৪ জুন, ২০১৭