শিরোনাম :
ঐক্য নষ্ট না করে, উন্নয়নমুখী কাজে অংশ নিন
ডিসিনিউজ : ‘ঢাকা ক্রেডিট সব সময় পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে। ঢাকা ক্রেডিট নিয়মিতভাবে জনসার্থের উর্ধ্বমুখী উন্নয়ন সাধন করে যাচ্ছে।’ ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনারে বলেন বক্তারা।
৩০ অক্টোবর, রোববার, লক্ষ্মীবাজার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার। রঞ্জন এডুয়ার্ড রোজারিও’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীবাজার ধর্মপল্লীর পাল-পুরোহিত জেমস শ্যামল গমেজ। আরো উপস্থিত ছিলেন গেস্ট অব অনার ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের কর্মকর্তাসহ লক্ষ্মীবাজারের নেতৃবৃন্দ এবং জনসাধারণ।
সেমিনারে বক্তারা আরো বলেন, ঢাকা ক্রেডিট নিয়ে কেউ কেউ নেতিবাচক ধারণা প্রচার করে একটা বিভেদের সূচনা করছে। এই সবকল ধারণা এবং বিবেচনাহীন কর্মকান্ড কখনোই ক্রেডিটসহ জনসাধারণের উপকারে আসবে না। বক্তারা ক্রেডিটের উন্নয়ন বিষয়ে বলেন, ঢাকা ক্রেডিট যে উন্নয়নমুখী কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে, তা কোনো মহলই যতই চেষ্টা করুক, নষ্ট করতে পারবে না। ঢাকা ক্রেডিট সর্বদা সত্যের পক্ষে এবং সত্যিকার উন্নয়নকে পূঁজি করে এগিয়ে চলেছে। আমরা সব সময় ক্রেডিট এবং উন্নয়নমুখী এই বোর্ডের সাথে রয়েছি।
ঢাকা ক্রেডিট নিয়ে বিভেদকারীদের সতর্ক হয়ে নেতিবাচক কথা ছড়ানোর বিপক্ষে বক্তারা সকলের কাছে আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে বিভিন্ন ক্রেডিট, দলমত এবং মন্ডলী মিলে যে ঐক্য গড়ে তুলেছে তা নষ্ট না করে উন্নয়নমুখী কাজে অংশ নিন। আপনার যেমন ক্রেডিট নিয়ে ভাবনা রয়েছে, তেমনি জনগণেরও ভাবনা রয়েছে। জনগণের বৃহত স্বার্থে সকলে যেন নেতিবাচক দৃষ্টিভঙ্গি ত্যাগ করে ক্রেডিট কর্মকর্তাদের পাশে থাকেন, তবেই বৃহত্তর মঙ্গল সাধিত হবে।
এসময় ঢাকা ক্রেডিটের বিভিন্ন কার্যক্রম এবং প্রকল্প নিয়ে আলোচনা করেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পংকজ গিলবার্ট কস্তা।
আরবি/আরপি- ৩০ অক্টোবর, ২০১৬