শিরোনাম :
সাভার ধরেন্ডা ধর্মপল্লীতে সাধু আন্তনীর পর্ব
ধরেন্ডা ধর্মপল্লীর অধীনে কমলাপুর উপধর্মপল্লীতে সাধু আন্তনীর গির্জায় ১৬ জুন (শুক্রবার) পালিত হয় সাধু আন্তীর পার্বণ।
সকাল ১০টায় খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিষ্টযাগ উৎস্বর্গ করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি।
কার্ডিনাল খ্রিষ্টযাগে বলেন, ঈশ্বর বাংলাদেশের দীন খ্রিষ্টম-লীকে ভালবাসেন আর তার দান স্বরূপ তিনি পোপের মধ্য দিয়ে বাংলাদেশের খ্রিষ্টম-লীকে দিয়েছেন কার্ডিনাল।
তিনি বলেন, আমাদের মানুষকে ভালবাসতে হবে। আমরা যদি মানুষকে ভাল না বাসি তাহলে আমরা যিশুর কাছ থেকে দূরে সরে যাই।
তিনি উপদেশে সাধু আন্তীর বিভিন্ন গুণাবলী উল্লেখ করে বলেন, সাধু আন্তনীর আদর্শ নিয়ে আমাদের সবাইকে ভালবাসতে হবে।
খ্রিষ্টযাগের পর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে কমলাপুর যুব সমিতি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ‘আশির্বাদ’ এবং ‘খ্রিষ্টের আলো’ নামে ২টি মুখপত্রের মোড়ক উন্মোচন করা হয়।
এ দিন কার্ডিনালকে ক্রেস্ট প্রদান করা হয়।
আরবি/ আরপি/ ১৭ জুন, ২০১৭