ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট সেবাপক্ষের সমাপনী অনুষ্ঠান

ঢাকা ক্রেডিট সেবাপক্ষের সমাপনী অনুষ্ঠান

0
238

সমাপ্ত হল ঢাকা ক্রেডিট সেবাপক্ষের।

১-১৫ জুন ঢাকা ক্রেডিট সেবাপক্ষের ঘোষণা দিয়েছিল। ১ জুন এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে সেবাপক্ষের উদ্বোধন করা হয়। প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ও অন্যান্য অতিথিবৃন্দ এর উদ্বোধন করেন।

১৯ জুন, সোমবার রাত ৮টায় প্রতিষ্ঠানের ৬ষ্ঠ তলার বিকে গুড কনফারেন্স হলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেবাপক্ষ চলাকালীন সময়ে সদস্যদের বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। এতে ঋণখেলাপীরা বিশেষভাবে উপকৃত হয়েছেন।

001প্রতিবছর ১-১৫ জুন সদস্যদের বিশেষ সুবিধা প্রদানের জন্যে এই সেবাপক্ষের আয়োজন করা হয়। এই সময়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সদস্যদের সর্বোচ্চ সেবা প্রদানের নিশ্চয়তা ও সেবা প্রদান করা হয়। এদিন প্রতিষ্ঠানে দীর্ঘ দিন সেবা প্রদানের জন্য ১৩ কর্মীকে বিশেষ সার্ভিস এ্যাওয়ার্ড এবং অর্থ প্রদান করা হয়।

পাশাপাশি সেবাপক্ষে সর্বোত্তম সেবা প্রদানের জন্য ১৯ জন কর্মীকে সনদ ও সমবায় বাজার ভাউচার প্রদান করা হয়।

এসময় প্রেসিডেন্ট বাবু মার্কুজ সম্মাননাপ্রাপ্ত কর্মীসহ সবার উদ্দেশে বলেন, ‘একই পরিবারের সদস্য হিসেবে আমাদের প্রাণের প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট যেন এগিয়ে যায়।’

002তিনি সেবাপক্ষ সফলতার সাথে শেষ করার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট গমেজ, কাককোর বর্তমান ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, প্রাক্তন সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া, বহুমুখীর চেয়ারম্যান সুরেন মন্ডল, ঢাকা ক্রেডিট পরিচালনা পর্ষদের সদস্যসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও সকল বিভাগের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।

আরবি/আরপি/ ২০ জুন, ২০১৭