শিরোনাম :
ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট অরুন বার্নাড ডি’কস্তার প্রথম মৃত্যু বার্ষিকী
আজ সকাল ৬টায় তেজগাঁও চার্চে ঢাকা ক্রেডিটের কর্মী ও শুভানুধ্যায়ীসহ সমিতি ও পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনের উপস্থিতিতে ভাবগাম্ভীর্য খ্রিষ্টযাগের মাধ্যমে সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট প্রয়াত অরুন বার্নাড ডি’কস্তার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। খ্রিষ্টযাগের পর তেজগাঁও গির্জার চত্বরে তার সমাধিস্থানে ঢাকা ক্রেডিটের সিও জোনাস গমেজহ অন্যান্য কর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন। স্ত্রী দীপ্তি ক্লারা রডিক্সসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যগণও তাঁর কবরে প্রর্থনা করাসহ ফুল দেন।
২০১৬ সালের ২১ জুন দুপুর ১২টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অরুণ বার্ণাড ডি’কস্তা শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি বিগত ৪০ বৎসর যাবৎ তাঁর গতিশীল নেতৃত্বের মাধ্যমে ঢাকা ক্রেডিটে একনিষ্ঠ সেবা দিয়েছেন। মোট তিনটি মেয়াদে (১৯৯৯-২০০২, ২০০২-২০০৫ এবং ২০১১-২০১৪ পর্যন্ত) নয় বছর তিনি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট-এর দায়িত্ব পালন করেন। তা ছাড়াও তিনি ঢাকা ক্রেডিটে পর্যায়ক্রমে ম্যানেজার ও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত ঢাকা ক্রেডিটে উপদেষ্টা হিসেবে অবদান রেখে যান।
প্রয়াত প্রেসিডেন্ট ডি’কস্তা ঢাকার মহাখালী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর ম্যানেজার এবং গাজীপুর জেলার রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ম্যানেজার ও ডিরেক্টর হিসবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়াও তিনি তেজগাঁও প্যারিশ কাউন্সিলের কাউন্সিলর, মহাখালী খ্রীষ্টান কল্যাণ সমিতির প্রেসিডেন্ট, খ্রীষ্টান কল্যাণ সমিতির প্রেসিডেন্ট এবং ডিরেক্টর-এর দায়িত্ব পালন করেন।
আরপি/আরবি/ ২১ জুন, ২০১৭